ফুটবলার হিসেবে জগৎজোড়া খ্যাতি তো ছিলই, এবার বাইচুং ভুটিয়ার পশুপ্রেমও প্রকাশ্যে এল। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের একটি গন্ডার দত্তক নিয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। এক বছরের জন্য এই গন্ডারটির খাওয়া-দাওয়া থেকে শুরু করে তার রক্ষণাবেক্ষণের সব খরচের দায়িত্ব বাইচুংয়ের।
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সপরিবারে এসেছিলেন বাইচুং। পার্ক সূত্রে জানা গিয়েছে, এক লক্ষ টাকার বিনিময়ে এক বছরের জন্য গন্ডারটি দত্তক নিয়েছেন বাইচুং ভুটিয়া। বাইচুং যে গন্ডারটির ভার নিয়েছেন তার নাম হল ভীম। নতুন এই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বেশ খুশি বাইচুং।
আরও পড়ুন- পাতালেই লক্ষ্মীলাভ! শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো রুটে ক্রমেই বাড়ছে যাত্রী সংখ্যা
তাঁর পরিবারের সদস্যরাও বেশ উৎসাহ বোধ করছেন। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফে বাইচুংয়ের হাতে গন্ডার দত্তক নেওয়ার একটি শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একাধিক চিকিৎসক, কেন্দ্রীয় মন্ত্রী, সাংবাদিকরা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের পশু, পাখি দত্তক নিয়েছেন।
আরও পড়ুন- আষাঢ় শেষে বঙ্গে বর্ষার ব্রেক, বাড়বে অস্বস্তি? বৃষ্টি নিয়ে নয়া আপডেট হাওয়া অফিসের
সব মিলিয়ে সাফারি পার্কের মোট ৮৬টি প্রাণি এই মুহুর্তে দত্তক নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে সাফারি পার্কের অধিকর্তা দাওয়া সাংমু শেরপা বলেন, ''আমরা চাই আরও মানুষ এই দত্তক নেওয়ার বিষয়ে আগ্রহী হোক। এ নিয়ে মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করব।''