ভোটের মুখে জোর অস্বস্তিতে পড়লেন ভারতী ঘোষ। সোনা কেলেঙ্কারির ঘটনায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। দাসপুরে ভারতী ঘোষের বাড়িতে শুক্রবার সকালে যায় সিআইডির একটি দল। দাসপুরের বাড়িতে ভারতীকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকরা। লোকসভা নির্বাচনে এবার ঘাটালে বিজেপির টিকিটে লড়ছেন এই প্রাক্তন আইপিএস।
আরও পড়ুন: জামিন পেলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের স্বামী
এ প্রসঙ্গে সিআইডির এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ সকালে দাসপুরে সিআইডির এক দল রওনা দিয়েছে।’’ প্রসঙ্গত, বেআইনি ভাবে সোনা কেনার অভিযোগ ওঠে ভারতীর বিরুদ্ধে। এরপরই গা ঢাকা দেন ভারতী। গত বছরের ৭ অগাস্ট গ্রেফতার করা হয় ভারতীর স্বামী এম এ ভি রাজুকে। পরে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ভারতীর স্বামী। এর আগে তোলাবাজির মামলায় ভারতীর নাকতলার ফ্ল্যাটে তল্লাশি চালান সিআইডির আধিকারিকরা।
আরও পড়ুন: Lok Sabha Election 2019: ভারতী ঘোষের গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
একদা মমতা ঘনিষ্ঠ আইপিএস ভারতী ঘোষ ২০১৭ সালের ডিসেম্বরে চাকরি থেকে ইস্তফা দেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সময় ‘জঙ্গলমহলের মা’ বলে ডাকতেন ভারতী। ‘ভালো মেয়ে’, ‘গুড গার্ল’ ‘আমার মেয়ে’ বলে ভারতীকে সম্বোধন করতেন স্বয়ং মমতা। শাসকদলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বিরোধীরা প্রায়শই সরব হতেন। কয়েকদিন আগে সেই ‘ভালো মেয়ে’ ভারতীই মমতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন।এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে ভোটে লড়ছেন ভারতী।