Advertisment

আজও থমথমে ভাটপাড়া, চলছে পুলিশি টহল

গতকালের অশান্তির পর আজ পুরসসভায় কর্মীদের হাজিরার কম। এমনকী, পুরসভা পরিচালিত মাতৃমঙ্গল হাসপাতালও কার্যত বন্ধ, নেই কোনও রোগী। ভাটপাড়া থানা থেকে কাঁকিনাড়া বাজার পর্যন্ত প্রায় সব দোকানই বন্ধ রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bhatpara, ভাটপাড়া

এলাকায় চলছে পুলিশি টহল। ছবি: এম আখতার।

অশান্তি-উত্তেজনায় আজও থমথমে ভাটপাড়া এলাকা। সোমবার বোমাবাজির পর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে চলছে টহলদারি। এদিকে, সোমবার ভাটপাড়া পুরসভার সামনে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। গতকালের অশান্তির পর আজ পুরসসভায় কর্মীদের হাজিরার হার কম। এমনকী, পুরসভা পরিচালিত মাতৃমঙ্গল হাসপাতালও কার্যত বন্ধ, নেই কোনও রোগী। ভাটপাড়া থানা থেকে কাঁকিনাড়া বাজার পর্যন্ত প্রায় সব দোকানই বন্ধ রয়েছে। বারবার এলাকায় অশান্তির ঘটনায় আতঙ্কে রীতিমতো ত্রস্ত বাসিন্দারা।

Advertisment

bhatpara, ভাটপাড়া বন্ধ দোকানপাট, কার্যত শুনশান রাস্তা। ছবি: এম আখতার।

আরও পড়ুন: রণক্ষেত্র কাঁকিনাড়া, ফের ব্যাপক বোমাবাজি

উল্লেখ্য, সোমবার নতুন করে উত্তেজনা ছড়ায় কাঁকিনাড়া এলাকায়। ঘোষপাড়া রোড এলাকায় ব্যাপক বোমাাজি চলে। সোমবার সকালে এলাকায় অশান্তির প্রতিবাদে কাঁকিনাড়ায় রেল অবরোধ করেন স্থানীয়দের একাংশ। এরপরই বিভিন্ন এলাকায় মুড়ি-মুড়কির মতো পড়তে থাকে বোমা। ভাটপাড়া পুরসভার সামনে ভাঙচুরের অভিযোগ ওঠে। এর আগে রবিবার রাতে এলাকায় প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, লোকসভা ভোটের পর থেকেই অশান্তির আগুনে জ্বলছে ভাটপাড়া-কাঁকিনাড়া এলাকা। এর আগেও ওই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। গত সপ্তাহে জগদ্দলে পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী সংঘর্ষের প্রতিবাদে এর আগেও কাঁকিনাড়ায় কয়েকবার রেল অবরোধ করেন স্থানীয়দের একাংশ। এলাকায় হিংসা রুখতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। কিন্তু কাঁকিনাড়ায় অশান্তি যে থামার নয়, তা সোমবারের ঘটনায় ফের স্পষ্ট হল।

West Bengal
Advertisment