পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড তৈরি ভুবনেশ্বর AIIMS-এর। তৃণমূল মহাসচিবের শারীরিক পরীক্ষার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি হয়েছে মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডই জোকা ESI হাসপাতাল ও SSKM হসাপাতালের মেডিক্যাল রিপোর্টও খতিয়ে দেখবে।
Advertisment
হাইকোর্টের নির্দেশ মতোই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। তৃণমূল মহাসচিবের পরবর্তী চিকিৎসা হবে ভুবনেশ্বরের AIIMS-এ। সোমবার সকালে SSKM থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী ও SSKM-এর এক চিকিৎসকও। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ইডির আধিকারিকরাও।
এদিকে, পার্থের চিকিৎসায় পুরোদমে তৈরি ভুবনেশ্বর AIIMS। মন্ত্রীমশাইয়ের চিকিৎসায় ইতিমধ্যেই AIIMS-এ তৈরি হয়েছে মেডিক্যাল টিম। সেই টিমে রয়েছেন কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রিনোলজি। মেডিক্যাল টিমে রয়েছেন রেসপিরেটরি বিভাগের চিকিৎসকও।
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতা থেকে সোমবার সকাল ৮.২৫ নাগাদ উড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্স। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর পর পার্থকে নিয়ে যাওয়া হবে AIIMS এ। রাজ্যের মন্ত্রীর পরবর্তী সব চিকিৎসাই হবে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন এই হাসপাতালে।