Cyber Crime: বিরাট জালিয়াতিতে পুলিশের জালে সাইবার প্রতারণার 'মাস্টারমাইণ্ড', কলকাতায় বসে কীভাবে চলত কারবার?

Cyber Crime: সাইবার প্রতারণায় এবার বড়সড় সাফল্য পেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গত ফেব্রুয়ারিতে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইমের গোয়েন্দারা।

Cyber Crime: সাইবার প্রতারণায় এবার বড়সড় সাফল্য পেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গত ফেব্রুয়ারিতে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইমের গোয়েন্দারা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bidhannagar cyber crime, cyber fraud mastermind arrested, investment scam, YouTube ad fraud, Chennai arrests, Kolkata cyber scam, fake investment app, woman loses ₹1.2 crore, YouTube investment fraud, cyber crime Kolkata, police transit remand, digital fraud India, mobile app scam, cyber fraud gang India

বিরাট জালিয়াতিতে পুলিশের জালে সাইবার প্রতারণার 'মাস্টারমাইণ্ড' কলকাতায় বসে কীভাবে কারবার?

Digital Arrest: বিরাট সাইবার প্রতারণার মাস্টারমাইণ্ড গ্রেফতার।  কলকাতায় বসে কীভাবে চলত সাইবার অপরাধ? জানলে বুক কেঁপে উঠবে।

Advertisment

মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, হাসপাতালে হাহাকার! 'চোখে জল' প্রধানমন্ত্রীর

সাইবার প্রতারণায় এবার বড়সড় সাফল্য পেল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গত ফেব্রুয়ারিতে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইমের গোয়েন্দারা। তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পারেন ইউটিউবে ইনভেসমেন্ট সংক্রান্ত একটি বিজ্ঞাপনের আড়ালে প্রতারণার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এর ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে সুদূর চেন্নাই থেকে প্রতারণার মাস্টারমাইন্ড দুজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইমের আধিকারিকরা। ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে ধৃত ২ জনকে নিজেদের হেফাজতে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে যুক্ত বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisment

নানুরে নাবালিকার রহস্যমৃত্যু, কেন নেই কোন আন্দোলন? 'ভাষা আন্দোলনের' আগে মমতাকে কটাক্ষ

উল্লেখ্য, বিধাননগরের বাসিন্দা এক মহিলা এই বছর ফেব্রুয়ারি মাসে বিধান নগর সাইবার  থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ অনুযায়ী, তিনি জানিয়েছেন,  কিছুদিন আগে তিনি ইউটিউবে ইনভেসমেন্ট সংক্রান্ত একটি বিজ্ঞাপনে দেওয়া একটি মোবাইল নম্বরে ফোন করেছিলেন। তার অভিযোগ ফোনের অপরপ্রান্তে থাকা ব্যক্তি তাকে ইনভেসমেন্ট সংক্রান্ত বিষয়ে বুঝিয়ে বলেন। এরপর একটি মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। মহিলার অভিযোগ তার ইনভেসমেন্টের অ্যামাউন্ট সেই অ্যাপের ঠিকঠাক দেখানো হলেও, টাকা তোলার সময় সমস্যায় পড়েন তিনি। এরপর সেই মোবাইল নম্বরে ফোন করলে, তাকে টাকা তোলার জন্য বেশ কিছু টাকা জমা করতে বলা হয় বলেই অভিযোগ করেন তিনি। মহিলা লিখিত অভিযোগ অনুযায়ী তিনি ধাপে ধাপে এক কোটি কুড়ি লক্ষ টাকা জমা করেন। এরপরই তিনি বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। 

TMCP ফাউন্ডেশন-ডে'র দিন পরীক্ষার সূচি! কলকাতা বিশ্বব্যালয়ের বিরুদ্ধে সোচ্চার তৃণাঙ্কুর

মহিলার অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে বিধান নগর সাইবার থানা। তদন্তে নেমে বিধান নগর সাইবার পুলিশ চেন্নাই থেকে এই চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নিয়ে এসেছে। পুলিশ সূত্রে খবর,  ধৃতদেরকে  জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে যুক্ত বাকিদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে।

cyber crime