Mini Laptops Technology: আপনি যদি এমন একটি ল্যাপটপের সন্ধানে থাকেন, যেটি হালকা, সহজে বহনযোগ্য এবং বাজেটের মধ্যে রয়েছে, তাহলে মিনি ল্যাপটপ হতে পারে আপনার জন্য আদর্শ পছন্দ। বিশেষ করে ছাত্রছাত্রী, অফিসিয়াল ডকুমেন্টেশন বা অনলাইন ক্লাসের জন্য একটি মিনি ল্যাপটপ (Mini Laptop) যথেষ্ট কাজের।
আজ আমরা এমন কয়েকটি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপের কথা বলব, যেগুলি ১৫,০০০ টাকারও কম দামে অনলাইন স্টোরে সহজেই পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন- চুল পড়ার সমস্যা? সপ্তাহে একবার লাগান অ্যালোভেরা হেয়ার মাস্ক
১. JioBook 11 (2025 Edition)
দাম ১২,৯৯৯ টাকা, প্রসেসর- MediaTek 8788 Octa-core, র্যাম/স্টোরেজ- ৪ জিবি+৬৪ জিবি, ১১.৬ ইঞ্চির এই ল্যাপটপের বৈশিষ্ট্য হল, এটা বিল্ট-ইন সিম স্লট। এতে 4G সাপোর্ট আছে। পাশাপাশি, Android বেসড JioOS। ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্সিয়ের কাজে এই ল্যাপটপ ব্যবহার করতে পারেন। এই ল্যাপটপ একেবারে মোবাইলের মতো হালকা, কিন্তু নানা ফিচারে সমৃদ্ধ। যাঁরা চলাফেরার সময়েও কাজ করেন, তাঁদের জন্য আদর্শ।
আরও পড়ুন- বাজরা-রসুনের রুটি, গ্লুটেন-মুক্ত সুস্বাদু এই রেসিপি মন ভরিয়ে দেবে!
২. Lenovo Chromebook 11
এর দাম ১৩,৯৯০ টাকা। প্রসেসর Intel Celeron N4500। ব়্যাম বা স্টোরেজ ৪ জিবি+৬৪ জিবি। ১১.৬ ইঞ্চির HD এই ল্যাপটপের স্টেরিও স্পিকার আছে। ChromeOS, গুগল অ্যাপ সাপোর্ট এর বৈশিষ্ট্য। যাঁরা শুধু ব্রাউজিং, Google Docs, YouTube বা অনলাইন মিটিংয়ের জন্য ল্যাপটপ চাইছেন, তাঁদের জন্য এটা পারফেক্ট।
আরও পড়ুন- ভারতে কোন লঙ্কাগুলো বিখ্যাত, কীভাবে এই সবজির চাষ শুরু হল এদেশে?
৩. Primebook 2 Neo (2025 Edition)
এর দাম ১৫,৯৯০ টাকা (Amazon-এ ডিসকাউন্টে), রয়েছে MediaTek Helio G99 প্রসেসর, ৬ জিবি+ ১২৮ জিবি র্যাম বা স্টোরেজ রয়েছে, ১১.৬ ইঞ্চির Full HD ডিসপ্লের এই ল্যাপটপের AI স্মার্টফিচার, Android বেসড OS অন্যতম বৈশিষ্ট্য। কলেজ স্টুডেন্ট, অফিসের হালকা কাজ, কনটেন্ট কনজাম্পশনের জন্য এই ল্যাপটপ উপযুক্ত। প্রাইমবুক ২ নিও, যাঁরা একটু বেশি পারফরম্যান্স চান, তাঁদের জন্য এই ল্যাপটপ পারফেক্ট। বেশি RAM ও স্টোরেজের জন্য এই ল্যাপটপের মাধ্যমে মাল্টিটাস্কিংও সহজে করা যেতে পারে।
আরও পড়ুন- শ্রাবণ উপবাসে স্পাইসি টুইস্ট! এভাবেই মজাদার মাখনা ভেল বানান বাড়িতে
৪. Dell Wyse 5470 Thin Client
এর দাম ২২,৯১১ টাকা (অফার সময় কিছুটা কমে যেতে পারে)। এখানে ব্যবহৃত হতে পারে Intel Celeron Quad-core প্রসেসর। এর র্যাম বা স্টোরেজের পরিমাণ ৮ জিবি+২৫৬ জিবি SSD। ১৪ ইঞ্চি HD, অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে। রয়েছে HD স্পিকার। যদিও এটির দাম ১৫ হাজারের একটু বেশি, কিন্তু পারফরমেন্স ও স্পেসিফিকেশনের দিক থেকে এই ল্যাপটপ অন্য লেভেলের। যাঁরা অফিসে Thin Client ব্যবহার করেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী।
স্কুল ও কলেজ শিক্ষার্থী, যাঁরা শুধুমাত্র YouTube, Zoom, Google Docs ব্যবহার করেন, ওয়ার্ক ফ্রম হোমে হালকা কাজ করেন, বড় স্ক্রিনের জন্য মোবাইলের বিকল্প খুঁজছেন- এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই মিনি ল্যাপটপ উপযুক্ত। মোদ্দা কথা, কম দামে ভালো মানের ল্যাপটপের কথা যদি আপনাদের মাথায় থাকে, তাহলে এই তালিকাটি আপনার জন্য। বিশেষ করে JioBook ও Lenovo Chromebook-এর মত মডেলগুলি বর্তমান সময়ে বাজেট ফ্রেন্ডলি। আর তাই গ্রাহকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই সব ল্যাপটপগুলোর মাধ্যমে অল্প দামে হালকা, স্লিম এবং স্মার্ট পারফরম্যান্স পাওয়ার এটাই সময়।