ECI: বাংলাদেশ, মায়নামার, নেপালের বাসিন্দারা বিহারে কী করছেন? সরকারি নথিতে চাঞ্চল্যকর তথ্য

ECI: বিহারে ভোটার তালিকা পর্যালোচনার সময় চাঞ্চল্যকর তথ্য উঠে এল। নেপাল, বাংলাদেশ ও মায়ানমার-এর বহু নাগরিকের নাম উঠে এসেছে ভোটার তালিকায়।

ECI: বিহারে ভোটার তালিকা পর্যালোচনার সময় চাঞ্চল্যকর তথ্য উঠে এল। নেপাল, বাংলাদেশ ও মায়ানমার-এর বহু নাগরিকের নাম উঠে এসেছে ভোটার তালিকায়।

author-image
IE Bangla Web Desk
New Update
"Bihar Election,Bihar special intensive revision,bihar special intensive revision voter list,Bihar Voter List,Election Commission,SUpreme COurt,foreign nationals,Nepali voters,Bangladeshi voters,Myanmar nationals,voter roll revision,SIR Bihar,illegal documents,Assembly elections

কমিশনের আশঙ্কাই সত্যি হল?

ECI: বিহারের ভোটার তালিকায় বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের নাগরিকদের নাম! নাম বাতিলের নির্দেশ ইসিআই-এর, রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। 

Advertisment

 বিহারে ভোটার তালিকা পর্যালোচনার সময় চাঞ্চল্যকর তথ্য উঠে এল। নেপাল, বাংলাদেশ ও মায়ানমার-এর বহু নাগরিকের নাম উঠে এসেছে ভোটার তালিকায়। নির্বাচন কমিশনের (ECI) বিশেষ পর্যবেক্ষণ অভিযানে এই তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত এই সন্দেহভাজন নামগুলির যাচাই হবে এবং অবৈধ নামগুলি ৩০ সেপ্টেম্বরের চূড়ান্ত তালিকার আগে বাদ দেওয়া হবে।

ভরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, চরম চাঞ্চল্যে হুলস্থূল

Advertisment

২০০৩ সালের পর প্রথম এত বড় পরিসরে ভোটার তালিকা সংশোধন

২৫ জুন থেকে শুরু হওয়া Special Intensive Revision (SIR)-এর আওতায় বিহারে ব্লক স্তরের অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করছেন। তাদের দাবি, অবৈধভাবে ভারতীয় নথি যেমন আধার কার্ড, রেশন কার্ড ও বাসিন্দা শংসাপত্র জোগাড় করে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে এমন বহু ভোটারের সন্ধান মিলেছে। কমিশন সূত্রে খবর, এই অবৈধ অনুপ্রবেশকারীদের নামগুলি যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে
এই অভিযান ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত বিহারের রাজনীতি। আরজেডি ও কংগ্রেস অভিযানের সময় নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র— নির্দিষ্ট গোষ্ঠীর ভোটারদের ইচ্ছাকৃতভাবে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা।এই অভিযোগের জবাবে বিজেপি বলেছে, “যাঁরা বৈধ ভোটার, তাঁদের চিন্তার কিছু নেই। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ।”

ভরা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি, চরম চাঞ্চল্যে হুলস্থূল

বিচার ব্যবস্থার হস্তক্ষেপ
এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের মধ্যে রয়েছেন আরজেডি সাংসদ মনোজ ঝা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, মহুয়া মৈত্র (TMC MP), প্রাক্তন বিধায়ক মুজাহিদ আলম-সহ একাধিক সংগঠন।

bihar ECI