Delhi Sadar Bazar Fire:দিল্লির অন্যতম বৃহত্তম পাইকারি বাজার সদর বাজারে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একটি দোকানের প্রথম তলায় হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি দমকল বিভাগের একের পর এক ইঞ্জিন।
ঘটনার খবর পাওয়ার পর প্রথম পর্যায়ে পাঠানো হয় ১২টি দমকলের ইঞ্জিন। তবে আগুন ছড়িয়ে পড়ায় পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। সবমিলিয়ে মোট ২৭টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
দিল্লি ফায়ার সার্ভিসের (DFS) এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টার সময় এক দমকলকর্মী আহত হন। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আগুনে আর কেউ আহত হননি বলে জানা গেছে। ভবনের ভিতরে থাকা সকলেই নিরাপদে বেরিয়ে আসেন।
আধিকারিকের বক্তব্য অনুযায়ী, যদি আগুন আরও ছড়িয়ে পড়ত, তবে সদর বাজারের মতো একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পাইকারি অঞ্চলে বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল। সৌভাগ্যবশত, তা হয়নি। দিল্লি পুলিশ, দমকল বিভাগের চেষ্টায় বিকেল ৫:৫৫ নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে দমকল বিভাগ এবং দিল্লি পুলিশ। এই ঘটনায় আবারও দিল্লির পুরনো পাইকারি বাজারগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।