scorecardresearch

পাহাড়ি গ্রামের বুক চিরেছে নদী, কোলাহলহীন প্রান্তে নির্জনতাই সঙ্গী!

দিন কয়েকের অবসর কাটাতে উত্তরবঙ্গের এই এলাকার জুড়ি মেলা ভার।

bijanbari a offbeat destination of darjeeling now more pupular
অপূর্ব এই এলাকায় বেড়ানোর ষোলোআনা স্বাদ নিন।

ফাঁক পেলে বেড়াতে যেতে ভালোবাসেন না এমন বাঙালির খোঁজ পাওয়া বেশ কঠিন। তবে দিন কয়েকের অবসরযাপনে ভিড়ভাট্টা অনেকেরই না-পসন্দ। বেড়ানোর তালিকায় ভ্রমণরসিক বাঙালির একটা বড় অংশের বেশ পছন্দ উত্তরবঙ্গ। বেড়াতে গেলে অনেকেই একটু নিরিবিলিতে থাকতে চান। এই প্রতিবেদনে তেমনই একটি অফবিট ডেস্টিনেশনের খোঁজ মিলবে। পাহাড়ে ঘেরা সবুজে সাজানো অসাধারণ এই জায়গায় দিন কয়েকের অবসরযাপন জীবনভর এক স্বর্ণালী স্মৃতি হয়ে রয়ে যাবে।

দিন কয়েক হাতে নিয়ে ঘুরে আসতে পারেন দার্জিলিং লাগোয়া বিজনবাড়ি থেকে। ঘুম স্টেশন রোড থেকে এতল্লাটের দূরত্ব মেরেকেটে ২২ কিলোমিটার। পাহাড়ে ঘেরা উপত্যকার মাঝেই রয়েছে এই বিজনবাড়ি। ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় আড়াই হাজার ফুট। প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়েছে এই প্রান্তকে। সবুজে সবুজ পরিবেশে অসাধারণ এক স্নিগ্ধতার পরশ মিলবে। বিজনবাড়ির পথে পাহাড়ের গা বেয়ে নেমে চলা জলপ্রপাত ও দু’পাশে চোখ জুড়িয়ে দেওয়া চা বাগান এক নৈস্বর্গিক অনুভূতির স্বাদ এনে দেবে।

আরও পড়ুন- হিমালয়ের কোলের এগ্রাম যেন ক্যালেন্ডারের ছবি! গেলেই বাঁধা পড়বে মন!

এই এলাকার পাশ দিয়েই বয়ে চলেছে ছোটা রঙ্গীত নদী। সেই কারণেই এতল্লাটে চাষ-আবাদে খানিক সুবিধা মেলে বাসিন্দাদের। নানা সবজির পাশাপাশি কমলালেবু ও আনারসেরও চাষ হয় এখানে। এছাড়াও এলাকাজুড়ে রয়েছে রঙবেরঙের নানা পাহাড়ি ফুল। যা এতল্লাটের শোভা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। দার্জিলিঙের প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা কাছ থেকে চাক্ষুস করতে হলে এজায়গা একেবারে পারফেক্ট চয়েজ।

পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে চাইলে দু’দণ্ড বিশ্রাম নিতে বসতেই পারেন ছোটা রঙ্গীত নদীর ধারে। এমনকী ইচ্ছে থাকলে ছিপ হাতে মাছ ধরতেও পারেন। অসাধারণ এক অনুভূতি মিলবে। এখানকার শান্ত-নিঝুম কোলাহলহীন পরিবেশে মন পাবে বিশ্রাম, প্রাণ পাবে আরাম। অপূর্ব প্রাকৃতিক পরিবেশে দিন কয়েকের অবসর ভুলিয়ে দেবে যাবতীয় স্ট্রেস। অ্যাডভেঞ্চার যাঁরা ভালোবাসেন চাইলে তাঁরা এখানে ট্রেকিংও করতে পারেন।

আরও পড়ুন- পাহাড় কোলের স্নিগ্ধ-শীতল ছোট্ট জনপদ, চোখ মেললেই দেখা যায় সুন্দরী কাঞ্চনজঙ্ঘা

কীভাবে যাবেন বিজনবাড়ি?

দার্জিলিঙের খবু কাছেই রয়েছে এই এলাকা। দার্জিলিং বাসস্ট্যান্ড থেকে বিজনবাড়ি যাওয়ার বাস ছাড়ে। ঘুম থেকেও বিজনবাড়ি পৌঁছনোর গাড়ি পেয়ে যাবেন। এছাড়াও নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন থেকে বিজনবাড়ি যাওয়ার গাড়ি মিলবে।

আরও পড়ুন- হিমালয়ের কোলের এগ্রাম যেন ক্যালেন্ডারের ছবি! গেলেই বাঁধা পড়বে মন!

বিজনবাড়িতে কোথায় থাকবেন?

থাকার জন্য এখানে একাধিক সুদৃশ্য হোম স্টে রয়েছে। স্থানীয়রাই সেগুলি পরিচালনা করেন। থাকা-খাওয়া হিসেবে হোম স্টে গুলিতে খরচ নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে কয়েকটি হোম স্টের নাম ও ফোন নম্বর দেওয়া হল।

বিজ্জু ভিলেজ রিট্রিট- ৯৭৩৫৫৮৫৫৫৫
রেলিং সঙ্গীত রিসর্ট- ৯৮০০৩১৫৩৪০
মেগিটার হোম স্টে- ৯৯৩২১৭৮১১৩

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bijanbari a offbeat destination of darjeeling now more pupular