বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন মালদা জেলা পরিষদের কংগ্রেসের দলনেতা? অন্তত তাঁর দাবি এমনই। তাঁর গাড়ি লক্ষ্য করে এগোচ্ছিল বাইকে সওয়ার দুই যুবক। তাঁর গতিবিধি অনুসরণ করছিল ওই দুই যুবক। শেষমেশ সজোরে বাইকটি ধাক্কা দেয় কংগ্রেস নেতা আবদুল হান্নানের গাড়িতে। এরপরেও ওই দুই যুবক কংগ্রেস নেতার গাড়ি অনুসরণ করে বাইক নিয়ে ধাওয়া করে বলে অভিযোগ। আতঙ্কে তাঁর গা়ডিচালক সটান গাড়ি নিয়ে ঢুকে পড়েন সোজা থানায়।
ঠিক কী ঘটেছিল?
মালদা জেলা পরিষেদর কংগ্রেসের দলনেতা আবদুল হান্নান। তিনি জানিয়েছেন, বুধবার দুপুরে মালদা থেকে কালিয়াচকের দিকে ব্যক্তিগত কাজে যাচ্ছিলেন তিনি। পথে ডাঙ্গা এলাকায় চা খাবেন বলে গাড়ি দাঁড় করিয়েছিলেন ওই কংগ্রেস নেতা। ঠিক সেই সময়ে সেই সময় পিছন দিক থেকে একটি মোটর বাইক সজোরে এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে।
ওই বাইকে দু'জন যুবক ছিল। তারা এরপরেও কংগ্রেস নেতার গতিবিধি লক্ষ্য করছিল। দ্রুত এলাকা ছাড়েন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, এরপরেও বাইকে সওয়ার দু'ন তাঁর গাড়ি ধাওয়া করেছিল। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে পড়ে যে গাড়ি থামিয়ে নামতে পর্যন্ত সাহস করেননি কংগ্রেস নেতা।
আরও পড়ুন- Calcutta High Court: খোদ পোস্ট অফিস থেকেই লক্ষ-লক্ষ টাকা গায়েব, CID তদন্তের নির্দেশ হাইকোর্টের
এরই মধ্যে পরিস্থিতি বেগতিক দেখে কংগ্রেস নেতার গাড়িচালক সোজা গাড়ি নিয়ে ঢুকে পডেন কালিয়াচক থানায়। পুলিশ আধিকারিকদের গোটা বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন ওই কংগ্রেস নেতা। কংগ্রেস নেতা আব্দুল হান্নান আরও বলেন, "বিগত দিনে মালদায় যেভাবে নেতা-জনপ্রতিনিধিদের ওপর হামলার ঘটনা ঘটছে, সেদিকেই লক্ষ্য রেখেই গাড়ি নিয়ে সোজা এলাকা ছেড়ে বেরিয়ে যাই। পুলিশকে মৌখিকভাবে পুরো বিষয়টি জানানো হয়েছে।"
আরও পড়ুন- West Bengal News Live: 'ভোট দিলে লাড্ডু, ভোট না দিলে বঞ্চনা, কেন্দ্রের বাজেট ভাঁওতা,' ফের সোচ্চার অভিষেক