/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/binoy-1.jpg)
কবিতা সংকলন 'হাসপালে লেখা কবিতাগুচ্ছের' জন্য বিনয় মজুমদার ২০০৫ সালে সাহিত্য জগতের সেরা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন।
চুরি হয়ে গেল কবি বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের পদক। বিনয় মজুমদারের ঠাকুরনগরের বাসভবের পাশের গ্রন্থাগারে রাখ থাকত পদকটি। সোমবার সন্ধ্যায় গ্রন্থাগার খুললে সেটি খোয়া গিয়েছে বলে জানা যায়।
চুরি গেল কবি বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার pic.twitter.com/VrgPl5qLlS
— IE Bangla (@ieBangla) December 31, 2019
ঠাকুরনগরের স্মৃতি রক্ষা কমিটির গ্রন্থাগারের দরজা গত সন্ধ্যায় ভাঙা অবস্থায় রয়েছে বলে প্রথম দেখেন কমিটির সম্পাদক বৈদ্যনাথ দলপতি। তারপর দেখে যায়, গ্রন্থাগারের আলমারিটিও ভাঙা অবস্থায় রয়েছে। আলমারির সবকিছু ঠিক থাকলেও সেখান থেকে শুধু খোয়া গিয়েছে বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারটি।
আরও পড়ুন: সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন চিন্ময় গুহ
কবিতা সংকলন 'হাসপালে লেখা কবিতাগুচ্ছের' জন্য বিনয় মজুমদার ২০০৫ সালে সাহিত্য জগতের সেরা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হন। ২০০৬ সালের ১১ ই ডিসেম্বর বিনয়বাবুর মৃত্যু পর পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটির গ্রন্থাগারের আলমারিতে।
— IE Bangla (@ieBangla) December 31, 2019
রবিবার রাতে নয়টা নাগাত গ্রন্থাগার বন্ধ করে চলে যান কমিটির এক সদস্য। অন্যান্য দিনের মত সোমবার সন্ধ্যায় গ্রন্থাগার খুলতে এসে কমিটির সম্পাদক বৈদ্যনাথ দলপতি দেখেন গ্রন্থাগারের দরজার ছিটকানির ভাঙা। আলমারি লকও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। আলমারিতে রাখা কিছু নথি এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। শুধু মাত্র খোয়া গিয়েছে ওই আলমারিতে রাখা বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ও সংশাপত্রটি। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।