রান্নার গ্যাস নিয়েও এবার চিন্তা বাড়ল। মোদী সরকারের নয়া পদক্ষেপে এবার রান্নার গ্যাসে ভর্তুকি পেতে গেলে করতে হবে এই কাজটি। তা না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যেই পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে তেল সংস্থাগুলিকে রান্নার গ্যাস সংক্রান্ত নয়া এই বিধির কথা জানানো হয়েছে। সেই মতো পদক্ষেপও নাকি শুরু করে দিয়েছেন গ্যাস ডিলাররা।
উজ্বলা যোজনা ও সাধারণ গ্রাহকদের এবার এলপিজি সিলিন্ডারের ভর্তুকি বজায় রাখতে হলে বায়োমেট্রিক কেওয়াইসি জমা দিতে হবে। গ্যাস ডিলারদের অফিসে গিয়ে এই তথ্য জমা করতে হবে। তা না হলে গ্যাসের ভর্তুকি বাবদ টাকা মেলা বন্ধ হয়ে যেতে পারে। আগামী ৩১ ডিসেম্বরে মধ্যে এই কাজ সম্পূর্ণ করা না হলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন- ‘নতুন বছরে CBI-এর নেমত্তন্ন পাবেন দিদি’, দিলীপ উবাচে গভীর আশঙ্কা তৃণমূলের
গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য যাচাইকরণের জন্যই পেট্রোলিয়াম মন্ত্রকের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সাধারণভাবে গ্যাস সিলিন্ডার বাবদ ভর্তুকির টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে। আধার নম্বরের সঙ্গে সংযুক্ত থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ভর্তুকির টাকা জমা পড়ে। তবে বেশ কয়েকটি ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের কার্যকারিতা থাকে না। সেই কারণেই এবার গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য দিয়ে কেওয়াইসি জমা দিতে বলা হয়েছে।