আবারও বোমা বিস্ফোরণ। এবার ঘটনাস্থল বীরভূমের দুবরাজপুর। এক তৃণমূলকর্মীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের ভয়ঙ্কর তীব্রতায় ওই তৃণমূলকর্মীর বাড়ির একাংশ ভেঙে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই বাড়িতে প্রচুর বোমা মজুত করা ছিল বলে অভিযোগ। কোনওভাবে সেই বোমা ফেটেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের।
পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগনার বজবজের পর এবার বীরভূমের দুবরাজপুর। এবার এক তৃণমূলকর্মীর বাড়িতে বিস্ফোরণ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই বাড়িতে বোমা মজুত করা ছিল। কোনওভাবে সেই বোমা ফেটে যেতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভর দুপুরে বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বহু দূর থেকে এদিন এই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ঘটনার পরেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের জেরে ওই তৃণমূলকর্মীর বাড়ির একাংশ ভেঙে পড়ে।
আরও পড়ুন- প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঝড়, কয়েক ঘণ্টাতেই তুলকালাম বৃষ্টি জেলায়-জেলায়
গত কয়েকদিনে একের পর এক বিস্ফোরণের খবর সামনে এসেছে। গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগারার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু মিছিল দেখা যায়। ওই বিস্ফোরণে বেআইনি বাজি কারখানার মালিক-সহ মোট ১১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ছিলেন। এগরার ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন- পুর নিয়োগ দুর্নীতি: CBI তদন্তে স্থগিতাদেশ? কী জানাল ডিভিশন বেঞ্চ
ওই গোডাউনে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি মজুত করা ছিল বলে অভিযোগ। কোনওভাবে তা ফেটে গিয়েই বিপত্তি ঘটে। বজবজে ওই বিস্ফোরণের জেরে এক নাবালিকা-সহ তিনজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে এবার বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের খবর মিলেছে।