Birbhum News:“বাংলাদেশে ফেরত যেতে হবে?”, এবার SIR নিয়ে ভয়ে আত্মঘাতী বৃদ্ধ

SIR: উত্তর ২৪ পরগনার পানিহাটির পর এবার বীরভূমের ইলামবাজার। এবার এসআইআর আতঙ্কে এক বৃদ্ধের আত্মহত্যা ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

SIR: উত্তর ২৪ পরগনার পানিহাটির পর এবার বীরভূমের ইলামবাজার। এবার এসআইআর আতঙ্কে এক বৃদ্ধের আত্মহত্যা ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

author-image
Ashis Kumar Mondal
New Update
Birbhum suicide news,  NRC fear West Bengal  ,Elderly man suicide Ilambazar,  SIR fear Bengal,  Voter list panic,  West Bengal local news,  Birbhum breaking news,এসআইআর আতঙ্ক  ,আত্মঘাতী বৃদ্ধ  ,বীরভূম আত্মহত্যা  ,ইলামবাজার খবর,  ভোটার তালিকা আতঙ্ক  ,পশ্চিমবঙ্গ সংবাদ,  ক্ষিতীশ মজুমদার মৃত্যু

Voter list panic: বৃদ্ধের আত্মীয়রা শোকাহত।

এসআইআর এর আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধের। ঘটনাটি বীরভূমের ইলামবাজারের স্কুল বাগানের সুভাষপল্লিতে। মৃতের নাম ক্ষিতিশ মজুমদার। মৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার কোরাপাড়া গ্রামে। প্রায় পাঁচ-ছয় মাস আগে তিনি ইলামবাজারে মেয়ের বাড়িতে এসেছিলেন। বীরভূমের ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লীতে মেয়ের বাড়িতেই থাকতেন। আজ সকালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

Advertisment

পরিবারের অভিযোগ, এস আই আর এর আতঙ্ক”-ই আত্মঘাতী হয়েছেন তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি তিনি বারবার বলতেন, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই, তাহলে কি আবার বাংলাদেশে ফিরে যেতে হবে ? এই আতঙ্কই তাঁকে মানসিকভাবে ভীষণভাবে কাবু করে দেয়।

আরও পড়ুন- West Bengal News Live Updates:চার আঙুল হারানো প্রদীপ করের হাতে লেখা চিঠি? NRC আতঙ্কে আত্মহত্যা নিয়ে প্রশ্ন

Advertisment

জানা গেছে, প্রায় ৩০ বছর আগে ক্ষিতীশ বাবুর পরিবার পশ্চিমবঙ্গে এসে মেদিনীপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভোটার তালিকায় নামও ছিল, ভোটও দিয়েছেন বহুবার। কিন্তু সাম্প্রতিক সময়ে আশেপাশের মানুষজনের মুখে শোনা — “২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকলে বাংলাদেশে ফেরত যেতে হবে”— এই কথাই গভীর ভয় সৃষ্টি করে তাঁর মনে।

আরও পড়ুন- Kolkata rain today:দম হারালেও দাপট দেখাচ্ছে মন্থা! তেড়ে বৃষ্টি কলকাতা ও আশেপাশের এলাকায়

পরিবারের দাবি, সেই ভয় থেকেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ক্ষিতিস মজুমদার। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ইলামবাজার থানার পুলিশ।

আরও পড়ুন-Bank holidays:নভেম্বরেও ছুটির পর ছুটি! ক'দিন বন্ধ থাকবে ব্যাংক? ভোগান্তি এড়াতে আগেভাগে জানুন

Latest news west bengal latest news nrc Suicide SIR