West Bengal News Updates:চার আঙুল হারানো প্রদীপ করের হাতে লেখা চিঠি? NRC আতঙ্কে আত্মহত্যা নিয়ে প্রশ্ন

West Bengal News Updates 30 October 2025: পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মহত্যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা, চন্দননগর ও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা তুঙ্গে, আর ঘূর্ণিঝড় মান্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত।

West Bengal News Updates 30 October 2025: পানিহাটিতে এনআরসি আতঙ্কে আত্মহত্যা ঘিরে রাজনৈতিক উত্তেজনা, চন্দননগর ও কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা তুঙ্গে, আর ঘূর্ণিঝড় মান্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal news, Kolkata news, Bengal politics, Trinamool Congress, BJP Bengal, NRC panic, Panihati incident, Pradip Kar death, Jagaddhatri Puja 2025, Chandannagar festival, Krishnanagar Puja, Mantha cyclone, West Bengal weather update, heavy rain alert, Alipore Met office, Kolkata rainfall, South Bengal rain, North Bengal rain, breaking news, Bengal live updates 2025,পশ্চিমবঙ্গ সংবাদ, কলকাতা খবর, তৃণমূল কংগ্রেস, বিজেপি বাংলা, এনআরসি আতঙ্ক, পানিহাটি আত্মহত্যা, প্রদীপ কর মৃত্যু, জগদ্ধাত্রী পুজো ২০২৫, চন্দননগর পুজো, কৃষ্ণনগর পুজো, ঘূর্ণিঝড় মান্থা, আবহাওয়া দপ্তর, ভারী বৃষ্টির সতর্কতা, আলিপুর হাওয়া অফিস, দক্ষিণবঙ্গ বৃষ্টি, উত্তরবঙ্গ বৃষ্টি, আজকের খবর, ব্রেকিং নিউজ, লাইভ আপডেট

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News Updates: পানিহাটিতে NRC আতঙ্কে প্রদীপ করের রহস্যমৃত্যু ঘিরে নানা প্রশ্ন দানা বেঁধেছে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে প্রদীপ করের হাতের চারটি আঙুল ছিল না। দুর্ঘটনায় সেই আঙুলগুলো বাদ পড়ে। তাহলে সুইসাইড নোটটি কে লিখলেন? এই বিষয়টি প্রশ্ন তুলেছেন প্রাক্তন BJP রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, "সুইসাইড নোট কে লিখেছে তা জানা দরকার। NRC তো চালু হয়নি। এনআরসি নিয়ে মানুষকে ভয় দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল।" এদিকে পানিহাটিতে প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে আজ প্রতিবাদ মিছিলের ডাক তৃণমূলের।

Advertisment

এদিকে, আজ মহানবমী। জগদ্ধাত্রী পুজো ঘিরে চন্দননগর ও কৃষ্ণনগরে উৎসবমুখর পরিবেশ। চন্দননগরের মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়েছে, দর্শনার্থীদের ঢল সামলাতে প্রশাসনও ব্যস্ত। কৃষ্ণনগরের পুজোতেও জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকেও বহু মানুষ ভিড় জমিয়েছেন এই ঐতিহ্যবাহী পুজো উপভোগ করতে।

আরও পড়ুন- Birbhum News: ‘সহবাসে রাজি না হলে মেরে ফেলব’, তৃণমূল নেতার হুমকিতে থানায় ছুট তরুণীর

Advertisment

ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর পরোক্ষ প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- Kunal Ghosh:ট্রোলারদের জন্য 'উটের দুধের' সাবান! কুণাল ঘোষের নিনজা টেকনিক ভাইরাল!

এছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকাতেও অতিরিক্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ফলে দীঘা থেকে শুরু করে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-West Bengal Weather Updates:গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড় মন্থা, রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, শীতের দুরন্ত আপডেট জানুন

  • Oct 30, 2025 16:40 IST

    West Bengal News Live Updates:কোচবিহারেও প্রকৃত ভোটারদের নাম বাদের অভিযোগ

    তৃণমূলের দাবি, কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বুথ নম্বর ২ (কালজানি এইডেড প্রাথমিক বিদ্যালয়), যা বর্তমানে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙা গ্রামের বুথ নম্বর ৩০৩-এর অন্তর্ভুক্ত, সেই বুথে ২০০২ সালের ভোটার তালিকায় ৭১৭জনের নাম ছিল। বর্তমানে অনলাইন ভোটার তালিকায় নাম রয়েছে মাত্র ১৪০ জনের। একইরকমভাবে, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের পাচাগড় গ্রামের বুথ নম্বর ১৬০ (মাথাভাঙ্গা কলেজ, রুম নম্বর-২) -এর ২০০২ সালের নির্বাচনী তালিকায় ৮৪৬ জন ভোটারের নাম ছিল। এখন ২/২৪৪ নম্বর বুথে ৪১৬ জনের নাম রয়েছে। ৪১৭ থেকে ৮৪১ পর্যন্ত নামগুলি তালিকা থেকে এক কথায় উধাও হয়ে গিয়েছে।



  • Oct 30, 2025 16:39 IST

    WB News Live:উত্তর ২৪ পরগনায় ভোটারদের নাম বাদের অভিযোগ

    তৃণমূলের দাবি, উত্তর ২৪ পরগনার আশোকনগর বিধানসভা কেন্দ্রের হাবরা-২ ব্লকের গুমা-১ গ্রাম পঞ্চায়েতে, ২০০২ সালের বুথ নম্বর ১৫৯-এর ভোটার তালিকার কোনও ভোটারের নামই নেই। পাশাপাশি বুথ নম্বর ৬১-এর ভোটার তালিকায় ২০০২ সালে ৩৪৩ থেকে ৪১৪ নম্বর পর্যন্ত নামগুলিও নেই। আলিপুরদুয়ারের মাঝেরডাবরির ভোটার তালিকা থেকে বুথ লেভেল অফিসারের (বিএলও) বাবা, মা এবং ভাইয়ের নামও সরিয়ে দেওয়া হয়েছে।



  • Oct 30, 2025 15:07 IST

    Kolkata News Live Updates:তেড়ে বৃষ্টি কলকাতা ও আশেপাশের এলাকায়

    শক্তি হারালেও দম হারায়নি ঘূর্ণিঝড় মন্থা। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তেড়ে বৃষ্টি নেমেছে কলকাতায়। শুধু মহানগর নয়, আশেপাশের উত্তর ২৪ পরগনা, দমদম, বিধাননগর-সহ বিস্তীর্ণ এলাকাও ভিজেছে মুষলধারে বৃষ্টিতে। আকাশ ঢাকা কালো মেঘে, শহরজুড়ে নেমেছে শীতল স্নিগ্ধতার পরশ।

    বিস্তারিত পড়ুন- Kolkata rain today:দম হারালেও দাপট দেখাচ্ছে মন্থা! তেড়ে বৃষ্টি কলকাতা ও আশেপাশের এলাকায়



  • Oct 30, 2025 14:07 IST

    WB News Live:ভেঙে দেওয়া হল শতবর্ষ প্রাচীন পুরসভার বোর্ড

    অবশেষে ভেঙে দেওয়া হল কৃষ্ণনগর পুরসভার বোর্ড অফ কাউন্সিলরস। একটানা দীর্ঘদিন ধরে অচলাবস্থা এবং সেই সঙ্গে তৃণমূলের গোষ্ঠী সংঘাতের জেরে এই সিদ্ধান্ত নিতে এক প্রকার বাধ্য হয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে কৃষ্ণনগর সদর মহকুমাশাসক শারদ্বতী চৌধুরীকে।

    বিস্তারিত পড়ুন- TMC:তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চূড়ান্ত অচলাবস্থা! ভেঙে দেওয়া হল শতবর্ষ প্রাচীন পুরসভার বোর্ড



  • Oct 30, 2025 14:06 IST

    Kolkata News Live Updates:চালু কমিশনের হেল্প লাইন নম্বর

    রাজ্যে সম্প্রতি শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) বা Special Intensive Revision। এই প্রক্রিয়ার লক্ষ্য ভোটার তালিকাকে আরও নির্ভুল ও হালনাগাদ করা। তবে এই নতুন উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি ও আতঙ্ক। অনেকেই মনে করছেন, এটি যেন এনআরসি বা নাগরিকপঞ্জির মতো কোনও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত — ফলে আশঙ্কা ও গুজব ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়।

    বিস্তারিত পড়ুন- SIR নিয়ে হাজারো প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে? চালু কমিশনের হেল্প লাইন নম্বর, সরাসরি কথা বলুন



  • Oct 30, 2025 14:05 IST

    West Bengal News Live Updates:নভেম্বরে ক'দিন বন্ধ থাকবে ব্যাংক?

    ভারতজুড়ে নভেম্বর ২০২৫ মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী একাধিক রাজ্যিক ও আঞ্চলিক ছুটি পালিত হবে। তবে এই ছুটিগুলি সর্বভারতীয় নয় — অর্থাৎ, এক রাজ্যে ব্যাংক বন্ধ থাকলেও অন্য রাজ্যে সেদিন ব্যাংকের কাজ চলবে স্বাভাবিক নিয়মে। তবে গ্রাহকরা এই সময়েও নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, UPI ও এটিএম পরিষেবা ব্যবহার করতে পারবেন। কেবলমাত্র চেক ক্লিয়ারিং এবং কাউন্টার সার্ভিস বন্ধ থাকবে Negotiable Instruments Act অনুযায়ী।

    বিস্তারিত পড়ুন- Bank holidays:নভেম্বরেও ছুটির পর ছুটি! ক'দিন বন্ধ থাকবে ব্যাংক? ভোগান্তি এড়াতে আগেভাগে জানুন



  • Oct 30, 2025 14:03 IST

    WB News Live: ফেক ভিডিও কাণ্ডে গ্রেপ্তার জনপ্রিয় আইনজীবী

    অশালীন ভিডিও ছড়িয়ে BJP নেত্রীর সন্মানহানির অভিযোগে গ্রেপ্তার হলেন গেরুয়া শিবিরের এক আইনজীবী। ধৃতের নাম রাজেশ সাহা। উত্তর ২৪ পরগনার অশোকনগরে তাঁর বাড়ি। উন্নত প্রযুক্তির সাহায্যে তাঁর অবস্থান চিহ্নিত করে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ বারাসতের আনন্দনগর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে বুধবার তাকে কাটোয়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বারাসত আদালতের জুনিয়র আইনজীবী রাজেশ সাহার গ্রেপ্তার হওয়ার ঘটনা রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। 



  • Oct 30, 2025 09:35 IST

    Kolkata News Live Updates:হুমকিতে থানায় ছুট তরুণীর

    বীরভূমের রামপুরহাটে এক তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও খুনের হুমকির অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম প্রিয়নাথ সাউ। রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর এবং সদ্য মনোনীত রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি।

    বিস্তারিত পড়ুন- Birbhum News: ‘সহবাসে রাজি না হলে মেরে ফেলব’, তৃণমূল নেতার হুমকিতে থানায় ছুট তরুণীর



  • Oct 30, 2025 09:33 IST

    WB News Live:গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড় মন্থা

    ঘূর্ণিঝড় মন্থা আপাতত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রেহাই মিলেছে বাংলার। তবে এর পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather Updates:গভীর নিম্নচাপে ঘূর্ণিঝড় মন্থা, রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, শীতের দুরন্ত আপডেট জানুন



  • Oct 30, 2025 09:32 IST

    West Bengal News Live Updates:কুণাল ঘোষের নিনজা টেকনিক ভাইরাল!

    যিনি সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। যিনি এখন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান মুখপাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন দলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন সেনাপতি। রাজনীতির পাশাপাশি একাধারে সাংবাদিকতা করেন, অন্যদিকে অভিনয়ও করছেন। আবার কখনও মঞ্চে গানের সুরও ধরেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ।

    বিস্তারিত পড়ুন- Kunal Ghosh:ট্রোলারদের জন্য 'উটের দুধের' সাবান! কুণাল ঘোষের নিনজা টেকনিক ভাইরাল!



Latest news SIR west bengal latest news West Bengal News kolkata news tmc