Birbhum Kankalitala-waterlogging:জলে জলে বিয়ে! শুধু জলে জলে বিয়ে বললে ভুল হবে, বলা যেতে পারে জল ঠেঙিয়ে দিয়ে। বিয়ে করতে কণে এলেন কাপড় গুটিয়ে, এদিকে বরকেও আসতে হলো ধুতি গুটিয়ে। এমন অবাক বিয়ের আসরের খবর এলাকার লোকজনের মুখে-মুখে ঘুরছে।
বীরভূমের ইলামবাজারের বাসিন্দা প্রিয়তোষ রায় ও শ্রাবণী সরকার একে অপরের প্রেমে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাঁরা শ্রাবণ মাসেই বিয়ে করবেন বলে ঠিক করেন। আর বিয়ে করার জায়গা হিসেবে কঙ্কালীতলাকে বেছে নেন। আর এই কঙ্কালীতলাতে বিয়ে করতে এসেই তাঁদের রীতিমতো নাজেহাল পরিস্থিতি। হাঁটুর ওপর কাপড় ও ধুতি গুটিয়ে বিয়ে করতে হলো।
কারণ, দিন কয়েক ধরেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমেও মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে জল বেড়েছে কোপাই নদীর। কোপাই নদীর জল এতটাই বেড়েছে যে সেই জল এখন কঙ্কালীতলা মন্দিরের প্রাঙ্গণে উঠে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেখানেই বিয়ে করতে বেনারসি শাড়ি ও বরের ধুতি হাঁটুর উপর গুটিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়।
আরও পড়ুন- ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুরন্ত সতর্কতা এই জেলাগুলিতে, কলকাতায় বেলা গড়ালেই তুমুল দুর্যোগ?
অনেকেই বিয়েকে স্মৃতিমধুর করে রাখার জন্য বিভিন্ন বন্দোবস্ত করে থাকেন। তবে যেন এই দু'জনের বিয়ে প্রকৃতি আলাদা স্মৃতি করে রেখে দিল। এমনটাই বলতে শোনা গেল কনে শ্রাবণী সরকারকে। তিনি জানান, আজীবন মনে থাকবে তাদের এই বিয়ের দিনটি আর তাদের বিয়ে করার মুহূর্ত।
আরও পড়ুন- Digha Tourist Guide Book: দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্যটকদের জন্য বাম্পার উদ্যোগ গ্রহণ দীঘায়