Digha Tourist Guide Book: দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্যটকদের জন্য বাম্পার উদ্যোগ গ্রহণ দীঘায়

Digha Tourist Guide Book: দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, হোটেলে কালোবাজারি রুখতে পর্যটকদের জন্য আমরা এই গাইড বুক প্রকাশ করেছি। দিনে দিনে পর্যটক বাড়ায় দিঘায় কালোবাজারির রমরমা দেখা দেয়।

Digha Tourist Guide Book: দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, হোটেলে কালোবাজারি রুখতে পর্যটকদের জন্য আমরা এই গাইড বুক প্রকাশ করেছি। দিনে দিনে পর্যটক বাড়ায় দিঘায় কালোবাজারির রমরমা দেখা দেয়।

author-image
Debanjana Maity
New Update
digha-tourist-guide-book-launch-2025

দীঘায় বাম্পার উদ্যোগ

 Digha Tourist Guide Book: মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, ভিক্টোরিয়া প্রভৃতি পর্যটন এলাকায় পর্যটকদের সুবিধার্থে " ট্যুরিস্ট গাইড বুক " রয়েছে। এতদিন রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা " ট্যুরিস্ট গাইড বুক" ছিল না। দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে এবার সেই " ট্যুরিস্ট গাইড বুক" এর প্রকাশ হল।

Advertisment

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মন্ডল, দিঘা থানার অফিসার ইনচার্জ অমিত প্রামাণিক, দিঘা মোহনা থানার অফিসার ইনচার্জ প্রবীর সাহা, সংগঠনের সভাপতি সুশান্ত পাত্র, রামনগর-১ ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক সহ অন্যান্যরা। দিঘায় পর্যটকদের আনাগোনা থাকলেও  জগন্নাথধাম উদ্বোধনের পর থেকেই পর্যটকদের ঢল অনেকটাই বেড়েছে। এবার দিঘায় আগত পর্যটকদের সুবিধার্থে  দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশ করা হল "ট্যুরিস্ট গাইড বুক"।

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ! দিল্লি পুলিশের বিরুদ্ধে 'বিস্ফোরক' তৃণমূল

Advertisment

রবিবার দিঘায় দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের ৩৪ তম সাধারণ সভায় এই গাইড বুক প্রকাশ করা হয়।গাইড বুকে দিঘার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে যাবতীয় খুঁটিনাটির উল্লেখ যেমন থাকছে তেমনি হোটেলের কালোবাজারি রুখতে দিঘা এবং শংকরপুর এলাকার সমস্ত হোটেলের ফোন নম্বর এবং ভাড়ার তালিকাও দেওয়া থাকবে এই গাইড বুকে।  

সরাসরি হোটেলের নম্বরে ফোন করে রুম বুক করতে পারবেন পর্যটকেরা। এছাড়াও কোনও ভাবে যদি পর্যটকদের কাছ থেকে রুমের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়া হয় সে ক্ষেত্রে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে কীভাবে পর্যটকেরা অভিযোগ জানাবেন তাও বিস্তারিত দেওয়া রয়েছে গাইড বুকে। পর্যটকেরা এই গাইড বুক হোটেল কিংবা হোটেল সংগঠন থেকে সংগ্রহ করতে পারবেন। 

দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, হোটেলে কালোবাজারি রুখতে পর্যটকদের জন্য আমরা এই গাইড বুক প্রকাশ করেছি। দিনে দিনে পর্যটক বাড়ায় দিঘায় কালোবাজারির রমরমা দেখা দেয়। প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করে এক যোগে দিঘায় স্বচ্ছতা আনার চেস্টা করছি"।

উত্তাল বনগাঁ! জমা জলে চূড়ান্ত দুর্ভোগ, এলাকায় পরিদর্শনে গিয়ে যা হাল হল বিধায়কের...

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মন্ডল জানান,“দিঘায় পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে কালোবাজারিও। সেই অনিয়ম রুখতেই আমরা এই গাইড বুক প্রকাশ করেছি। প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে দিঘায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। এই গাইড বুক পর্যটকদের জন্য অত্যন্ত কার্যকর হবে। এতে দিঘার পর্যটন মানচিত্র আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।”

Digha