Birbhum News: জল খাওয়ার বাহানায় গৃহবধূকে একা পেয়ে কুকীর্তি! ঘরে ঢুকে মুখে সেলোটেপ সেঁটে ধর্ষণ যুবকের

Birbhum News: গৃহবধূর অভিযোগ, শনিবার তিনি বাড়িতে একা ছিলেন। সেই সময় সমু লেট নামে ওই যুবক তাঁর বাড়িতে গিয়ে জল খেতে যায়। গৃহবধূ দরজা খুলতেই অভিযুক্ত যুবক গৃহবধুকে ধাক্কা দিয়ে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন।

Birbhum News: গৃহবধূর অভিযোগ, শনিবার তিনি বাড়িতে একা ছিলেন। সেই সময় সমু লেট নামে ওই যুবক তাঁর বাড়িতে গিয়ে জল খেতে যায়। গৃহবধূ দরজা খুলতেই অভিযুক্ত যুবক গৃহবধুকে ধাক্কা দিয়ে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন।

author-image
Ashis Kumar Mondal
আপডেট করা হয়েছে
New Update
Rape, Gang Rape

Birbhum News: বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ যুবকের Photograph: (ফাইল ছবি)

Birbhum News: জল খেতে চাওয়ার বাহানা করে বাড়িতে একা পেয়ে মুখে সেলোটেপ লাগিয়ে দিয়ে এক গৃহবধুকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরূদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানা এলাকার গোপালপুরে। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃতের নাম সমু লেট। তাঁর বাড়ি একই থানার বড়শাল গ্রামে।

Advertisment

নির্যাতিতার বাড়ি বড়শাল সংলগ্ন গোপালপুর গ্রামে। গৃহবধূর অভিযোগ, শনিবার তিনি বাড়িতে একা ছিলেন। সেই সময় সমু লেট নামে ওই যুবক তাঁর বাড়িতে গিয়ে জল খেতে যায়। গৃহবধূ দরজা খুলতেই অভিযুক্ত যুবক গৃহবধুকে ধাক্কা দিয়ে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন। গৃহবধূ যাতে চিৎকার করতে না পারেন তার জন্য মুখে সেলোটেপ সেঁটে দেওয়া হয়। বিষয়টি তাঁর পরিবারকে জানালে শনিবার রাতেই রামপুরহাট থানায় ওই যুবকের বিরূদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধু। 

অভিযোগ পেয়ে গতকাল রাতেই অভিযুক্ত সমু লেটকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। রবিবার নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Advertisment

আরও পড়ুন শখের পুরুষের হাত ধরে ঘর ছেড়েছে মেয়ে, জীবিত কন্যার শ্রাদ্ধ করলেন বাবা

গৃহবধূর কাকা শ্বশুর বলেন, “অভিযুক্ত সমু ঘরে ঢুকে দুই বাচ্চা ছেলেকে ঘর থেকে বের করে বউমাকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর বাচ্চাদের কান্নাকাটি শুনতে পেয়ে সেখানে যান আমার মা। তিনিই ধাক্কা মেরে দরজা খুলে সমুকে হাতেনাতে ধরে এক থাপ্পর মারে। আমার মা চিৎকার শুরু করলে সমু ছুটে পালিয়ে যায়। পরে ওরা টাকা দিয়ে মীমাংসা করার প্রস্তাব দেয়। আমরা ওই যুবকের কঠোর শাস্তি চাই। কোনও টাকা পয়সা চাই না”।

আরও পড়ুন থানায় ঢুকে মহিলা পুলিশ অফিসারকে মারধর-শ্লীলতাহানি, দুই যুবকের শেষমেশ কী 'হাল' হল জানেন?

রবিবার ধৃত যুবককে রামপুরহাট মহকুমার বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

rape Birbhum West Bengal West Bengal Police West Bengal News