তারাপীঠে ধুন্ধুমার, বুক কাঁপানো ঘটনায় তোলপাড়

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

author-image
IE Bangla Web Desk
New Update
birbhum-police-arrest-interstate-arms-dealers-tarapith

তারাপীঠে ধুন্ধুমার, বুক কাঁপানো ঘটনায় তোলপাড়

গোপন সূত্রে খবর পেয়ে দুই আন্তঃরাজ্য অস্ত্রকারবারীকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার দুটি সেমি অটোমেটিক পিস্তল এবং চারটি মাগজিন। 

Advertisment

আরও পড়ুন- 'আমি চাইছি দল আমাকে বের করে দিক ,তারপর দেখাবো'...! কাকে নিশানা দাপুটে তৃণমূল বিধায়কের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল অভয় কুমার শর্মা এবং মিনাররুল শেখ। অভয়ের বাড়ি বিহারের মুঙ্গের। মিনারুল মল্লারপুর  থানার বিশিয়া গ্রামের বাসিন্দা। 

Advertisment

আরও পড়ুন- বিরাট দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, দুই জামাইকে হারিয়ে দিশেহারা পরিবার

বুধবার দুপুরে তারাপীঠ থানার বেসিক মোরের কাছে একটি জয় মা তারা হোটেলে অস্ত্র কেনাবেচার সময় স্পেশাল ট্যাক্স ফোর্স এবং তারাপীঠ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

আরও পড়ুন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল নিষ্ক্রিয় অজয় নদের ধারে, কেঁপে উঠল গোটা এলাকা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এরা দীর্ঘদিন ধরে অস্ত্র কারবার করত। মুঙ্গেরের তৈরি অস্ত্র বিভিন্ন জায়গায় বিক্রি করত অভয়। এর সঙ্গে আরও কারা কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Birbhum Tarapith