West Bengal news Highlights: বাজি ফাটানোকে কেন্দ্র করে ধুন্ধুমার, তড়িঘড়ি বদলি জেলার পুলিশ সুপারকে

West Bengal News Updates 23 October, 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ খবর জানুন। এসআইআর ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক, ভাইফোঁটার দিনে কলকাতা মেট্রো পরিষেবার পরিবর্তন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস—সব আপডেট এক জায়গায়।

West Bengal News Updates 23 October, 2025: পশ্চিমবঙ্গ ও কলকাতার সর্বশেষ খবর জানুন। এসআইআর ইস্যুতে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক, ভাইফোঁটার দিনে কলকাতা মেট্রো পরিষেবার পরিবর্তন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস—সব আপডেট এক জায়গায়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
IU6AU7MP_400x400

বাজি ফাটানোকে কেন্দ্র করে ধুন্ধুমার, তড়িঘড়ি বদলির জেলার পুলিশ সুপারকে

Kolkata News Updates: কোচবিহারের পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল দ্যুতিমান ভট্টাচার্যকে। রাজ্য পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁকে সশস্ত্র পুলিশ বাহিনীর থার্ড ব্যাটালিয়নের কমান্ডান্ট পদে বদলি করা হয়েছে। কোচবিহারের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিচ্ছেন সন্দীপ কারার। রাজ্যে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এটি রুটিন বদলি। তবে সম্প্রতি দীপাবলির রাতে বাজি ফাটানোর অভিযোগকে কেন্দ্র করে দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিযোগ, সেই রাতে বাজি ফাটানোর ঘটনায় শিশু ও মহিলাসহ বেশ কয়েকজন স্থানীয়কে মারধর করেন জেলার পুলিশ সুপার। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরের দিন সকালে এস পির বাংলোর সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আটক হন ১২ জন। এর পরই জেলার পুলিশ সুপারের পদ থেকে সরানো হলো তাঁকে।

Advertisment

বিহারের পর এবার বাংলায় SIR চালুর জোর প্রস্তুতি। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে ভুয়ো ভোটার ধরতে আসরে নির্বাচন কমিশন। বাংলার পাশাপাশি অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং এই পাঁচটি রাজ্যে SIR প্রক্রিয়া শুরু স্রেফ এখন সময়ের অপেক্ষা। নয়াদিল্লিতে অনুষ্ঠিত দু দিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে সকল রাজ্যের মুখ্য নির্বাচনী  কর্মকর্তাদের কাছ থেকে SIR নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয় এবং SIR প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। নির্বাচন কমিশন ডিজিটাল মিডিয়ার সর্বাধিক ব্যবহার, ভোটার সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তিতে গুরুত্বারোপ করেছে। এছাড়াও, ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় সকল সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও ভোটারের ভোটাঅধিকার লঙ্ঘিত না হয় সে দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।  সভায় বিশেষ জোর দেওয়া হয়েছে সেই সকল রাজ্যকে যে সব রাজ্যে আগামী বছরের এপ্রিল-মে মাসে নির্বাচন হওয়ার কথা। 

"আমি চাইছি দল আমাকে বের করে দিক, তারপর বোঝাবো মূর্শিদাবাদ জেলার রাজনীতি কাকে বলে", নিজের দলকেই চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। তিনি আরও বলেন,  "যাদের নেতা বানিয়ে রেখেছে দল তাদের কী পজিশন , কোথায় ছিল আর কোথায় এসেছে, কীভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে... আমরা রাজনীতি করতে এসেছি। লোকের জুলুমবাজির শিকার হতে না"। "যারা বালির খাদ থেকে তোলাবাজি করছে তার ভাগ নিচ্ছে পুলিশ। এক লরি বালি ৪০ হাজারের বদলে ৫০ হাজার। ১০ হাজার টাকা প্রতি লরিতে লাগছে পুলিশের তোলাবাজির জন্য"। বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের।  

Advertisment

আরও পড়ুন- West Bengal Weather Update:শীতের আগে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়! আজ ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন-Bhai Phonta 2025:ভাইফোঁটায় বিশেষ মেট্রো পরিষেবা, জানুন সময়সূচি

  • Oct 23, 2025 20:24 IST

    Kolkata News Live: থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের ভাইফোঁটা

    প্রতিবছরই ভাইফোঁটা দিন থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ভাইফোঁটা আয়োজন করে শহীদ ক্ষুদিরাম পাঠাগার যা বহরমপুর বিধানসভার বিজেপির বিধায়ক কাঞ্চন মৈত্রের একটি সংস্থা। আজ শহীদ ক্ষুদিরাম পাঠাগারের অসাধারণ উদ্যোগে "মধ্য বাংলার সংগ্রাম "(একটি জনগোষ্ঠী ভিত্তিক সংগঠন )এর  ট্রান্স জেন্ডার ( তৃতীয় লিঙ্গ) বোনেরা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কপালে স্নেহ ও ভালোবাসার প্রতীক স্বরূপ ফোঁটা পরিয়ে দিলেন। এই সুন্দর মুহূর্তটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জীবনে এক অন্যরকম আনন্দ নিয়ে এসেছিল। এই উদ্যোগ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে একতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।



  • Oct 23, 2025 14:55 IST

    Kolkata News Live:BLO-দের শোকজ নোটিস

    বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তৎপরতা তুঙ্গে উঠেছে। তার আগে ৬০০-র বেশি বিএলও-কে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের। সূত্রের খবর, অনেক বিএলও বা বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের কাজে অংশ নিতে আগ্রহ দেখাচ্ছেন না। সেই কারণেই তাঁদের এবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।



  • Oct 23, 2025 14:50 IST

    West Bengal News Live Updates: গাইঘাটার ঘটনায় ধৃতের সংখ্যা বাড়ল

    গাইঘাটায় বোনকে কটুক্তির হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন এক চিকিৎসক। সেই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, গত পরশু রাতে গাইঘাটার চাঁদাপাড়র বাসিন্দা সুমন সাহার বোন ও তার বন্ধুকে কয়েকজন যুবক কটুক্তি করে। তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর দাদা, তথা মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা। বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাকেও বেধড়ক প্রহার করে বলে অভিযোগ।



  • Oct 23, 2025 12:29 IST

    Kolkata News Live: কলকাতায় বিধ্বংসী আগুন

    উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকায় একটি প্রিন্টিং প্রেসে বৃহস্পতিবার সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। প্রশাসনের সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কেউ হতাহত হয়নি। তবে ঘটনার ফলে সমগ্র এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে এলাকা অত্যন্ত সঙ্কীর্ণ হওয়ায় দমকলকর্মীদের কিছুটা হাঁটতে হয়েছিল আগুন নেভানোর জন্য। পরে আরও চারটি দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মোট সাতটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata fire incident:ভাইফোঁটার সকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা



  • Oct 23, 2025 12:27 IST

    Kolkata News Live Updates: SSKM হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি

    এবার SSKM হাসপাতালের ভিতরে নাবালিকা রোগীর শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগে পুলিশ গতরাতেই একজন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata News:SSKM হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি, অভিযোগ মিলতেই দ্রুত পদক্ষেপ, গ্রেফতার অভিযুক্ত



  • Oct 23, 2025 11:49 IST

    West Bengal News Live Updates: ভাইফোঁটায় নতুন গান মমতার

    আজ ভাইফোঁটা! ভাইফোঁটার সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যবাসীকে ভ্রাতৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা ও সুরে একটি গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুরে তৈরি গানের  ২৫ সেকেন্ডের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদীপে জ্বলুক শিখা", শীর্ষক গানটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন- Bhai Phonta 2025:পুজো-পার্বণে সৃজনশীল মুখ্যমন্ত্রী, এবার ভাইফোঁটায় নতুন গানের উপহার



  • Oct 23, 2025 10:33 IST

    Kolkata News Live Updates:BJP-র মহিলা মোর্চার উদ্যোগে ভাইফোঁটা

    আজ ভাইফোঁটা। দিকে দিকে দিদি-বোনেরা দাদা-ভাইদের দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের প্রার্থনা করে ফোঁটা দিচ্ছেন। আজ রাজ্য বিজেপির মহিলা মোর্চার তরফেও ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  

     

    bjp,Bhai Phonta 2025,Kolkata News, west bengal news,ভাইফোঁটা, বিজেপি মহিলা মোর্চা
    Bhai Phonta 2025: বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে ভাইফোঁটার আয়োজন।

     



  • Oct 23, 2025 10:27 IST

    Bengal News Live Updates:ভাইফোঁটায় আরও সস্তা হলুদ ধাতুর দর

    আজ ভাইফোঁটা। নিজের ছোট্ট বোনকে উপহার হিসাবে দিতে চান সোনার আংটি, বা দুল?দাম নিয়ে চিন্তার দিন শেষ। দীপাবলি মিটতেই হুহু করে কমল সোনার দাম। সামনেই বিয়ের মরশুম। আর তার আগে সোনার দাম কমতেই ক্রেতাদের মুখে চওড়া হাসি। 

    বিস্তারিত পড়ুন- সোনায় সোহাগা! ভাইফোঁটায় আরও সস্তা হলুদ ধাতুর দর, কলকাতাতেই দামে রেকর্ড পতন



  • Oct 23, 2025 10:26 IST

    Bengal News Live Updates:উৎসবের আনন্দের আবহেই নৃশংস হত্যাকাণ্ড!

    সোনারপুর থানার কুস্তিয়া এলাকায় কালীপুজোর মণ্ডপে রাতে এক যুবককে ছুরি দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সনাতন নস্কর। ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে পুলিশ আটক করেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

    বিস্তারিত পড়ুন- Sonarpur news:উৎসবের আনন্দের আবহেই নৃশংস হত্যাকাণ্ড! শোকের ছায়া এলাকায়

     



  • Oct 23, 2025 10:25 IST

    Kolkata News Live Updates:ভাইফোঁটায় বিশেষ মেট্রো পরিষেবা

    ভাইফোঁটার দিন অর্থাৎ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ব্লু লাইন ও গ্রীন লাইন-এ বিশেষ মেট্রো পরিষেবা চালাবে। ওই দিন অন্যান্য দিনের তুলনায় কিছু কম সংখ্যক মেট্রো চলবে।

    বিস্তারিত পড়ুন-Bhai Phonta 2025:ভাইফোঁটায় বিশেষ মেট্রো পরিষেবা, জানুন সময়সূচি

     



  • Oct 23, 2025 10:24 IST

    West Bengal News Live Updates:শীতের আগে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়!

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে মাসের শেষ দিকে আবারও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দপ্তর।



Bhai Phonta 2025 Breaking news SIR west bengal latest news kolkata news