সোনা কিনুন, না ঠকেই! গুণমান যাচাই করুন বাড়ি বসেই

ভারতীয়দের কাছে সোনার গুরুত্ব সব সময়ই বিশেষ। বিয়ে হোক, বা ছোটখাটো অনুষ্ঠান থেকে শুরু করে উৎসব পর্যন্ত সোনা কেনা বা উপহার দেওয়া বহু বছরের ঐতিহ্য।

ভারতীয়দের কাছে সোনার গুরুত্ব সব সময়ই বিশেষ। বিয়ে হোক, বা ছোটখাটো অনুষ্ঠান থেকে শুরু করে উৎসব পর্যন্ত সোনা কেনা বা উপহার দেওয়া বহু বছরের ঐতিহ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
gold

সোনা কিনুন, না ঠকেই! গুণমান যাচাই করুন বাড়ি বসেই

ভারতীয়দের কাছে সোনার গুরুত্ব সব সময়ই বিশেষ। বিয়ে হোক, বা ছোটখাটো অনুষ্ঠান থেকে শুরু করে উৎসব পর্যন্ত সোনা কেনা বা উপহার দেওয়া বহু বছরের ঐতিহ্য। ধনতেরাস ও দীপাবলির সময় সোনার গয়না বা গোল্ড কয়েন কেনাকে শুভ মনে করা হয়। তবে সাম্প্রতিক সময়ে সোনার দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের মধ্যে সোনার কেনাকাটার পরিমাণ কমেছে, কিন্তু একই সঙ্গে নকল বা ভেজাল সোনার ব্যবসা বেড়েছে।

Advertisment

এমন পরিস্থিতিতে প্রতারণার শিকার হওয়া এড়াতে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)  সোনার হলমার্কিং বাধ্যতামূলক করেছে। পাশাপাশি BIS কেয়ার নামে একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে, যা ব্যবহার করে গ্রাহকরা সহজেই সোনার বিশুদ্ধতা যাচাই করতে পারেন। যার জন্য আপনাকে মাত্র ৪৫ টাকা প্রদান করতে হবে। 

বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের মরশুমে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী নিম্নমানের বা ভেজাল সোনা বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করেন। তাই BIS-এর হলমার্কিং মানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হলমার্কিং সরকার অনুমোদিত সার্টিফিকেশন, যা নিশ্চিত করে যে সোনা জুয়েলার্সের দাবির মতো খাঁটি। ১৪ নভেম্বর, ২০২৪ পর্যন্ত দেশে ৩৬১টি জেলায় হলমার্কিং বাধ্যতামূলক তালিকায় অন্তর্ভুক্ত হবে।

Advertisment

ক্রেতারা অনলাইনে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চাইলে প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে BIS CARE অ্যাপ ডাউনলোড করতে পারেন। হলমার্ক করা গয়নায় থাকা ৬-সংখ্যার HUID নম্বর অ্যাপে লিখে 'Search' বোতামে ক্লিক করলে সোনার বিশুদ্ধতা, হলমার্কের সময় ও স্থানসহ অন্যান্য তথ্য দেখা যাবে। তথ্য মিললে সোনা আসল, না মিললে BIS CARE অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে।

অফলাইনে যাচাই করতে চাইলে BIS অনুমোদিত হলমার্কিং কেন্দ্রে গিয়ে পরীক্ষার জন্য ৪৫ টাকা প্রদান করতে হবে। যদি হলমার্ক করা গয়নার বিশুদ্ধতা উল্লেখিত মানের কম পাওয়া যায়, ক্রেতা ক্ষতিপূরণের দাবি করতে পারবেন।

আরও পড়ুন- করভা চৌথে আরও দামি সোনা, কতটা বাড়ল হলুদ ধাতুর দর?

Gold