Karwa Chauth 2025 Gold and silver Price: করভা চৌথে আরও দামি সোনা, কতটা বাড়ল হলুদ ধাতুর দর?

Karwa Chauth 2025 Gold and silver Price: আজ করভা চৌথ। এই উপলক্ষ্যে মানুষজন প্রচুর পরিমাণে সোনা ও রূপা কেনেন। আজকের দিনে সোনা কেনা শুভ বলেও মানা হয়। আপনিও যদি বিশেষ এই দিনে প্রিয়জনের জন্য সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে প্রথমে আপনার জেনে নেওয়া দরকার আপনার শহরে সোনা ও রূপার দাম।

Karwa Chauth 2025 Gold and silver Price: আজ করভা চৌথ। এই উপলক্ষ্যে মানুষজন প্রচুর পরিমাণে সোনা ও রূপা কেনেন। আজকের দিনে সোনা কেনা শুভ বলেও মানা হয়। আপনিও যদি বিশেষ এই দিনে প্রিয়জনের জন্য সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে প্রথমে আপনার জেনে নেওয়া দরকার আপনার শহরে সোনা ও রূপার দাম।

author-image
IE Bangla Web Desk
New Update
Gold Ornament 1

করভা চৌথে আরও দামি সোনা, কতটা বাড়ল হলুদ ধাতুর দর?

Karwa Chauth 2025 Gold and silver Price: আজ করভা চৌথ। এই উপলক্ষ্যে মানুষজন প্রচুর পরিমাণে সোনা ও রূপা কেনেন। আজকের দিনে সোনা কেনা শুভ বলেও মানা হয়। আপনিও যদি বিশেষ এই দিনে প্রিয়জনের জন্য সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে প্রথমে আপনার জেনে নেওয়া দরকার আপনার শহরে সোনা ও রূপার দাম।করভা চৌথের দিন সোনার দাম আরও বেড়েছে, এই নিয়ে টানা ৫ম দিনের মতো সোনার দাম বেড়েছে। 

Advertisment

আরও পড়ুন- ভয়াবহ কম্পন! দুলে উঠল পৃথিবী, সুনামি সতর্কতায় বুক কাঁপছে দেশের মানুষের

হাতে গোণা আর মাত্র কটা দিন, সামনেই ধনতেরস, দীপাবলি। সারা দেশে সোনা ও রুপো কেনার ধুম পড়ে। এই সময়ে সোনা ও রূপো কেনাকে শুভ বলে মনে করেন মানুষজন। তবে এটা জানা দরকার টানা পঞ্চম দিনের মতো সোনার দাম বেড়েছে। রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে পৌঁছেছে ১,২৪,৩১০ টাকায়।

Advertisment

মুম্বই, কলকাতা, চেন্নাই ও হায়দরাবাদসহ অন্যান্য শহরেও সোনার দাম ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরশুমে সোনার চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের নানা কারণেও দামে এই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন সরকারের  ‘শাটডাউন’, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা সোনার দাম বাড়ার অন্যতম প্রধান কারণ। এক নজরে দেখে নেওয়া যাক আজকের সোনা-রূপোর সর্বশেষ দর  

আরও পড়ুন- অবৈধ অনুপ্রবেশের পর্দা ফাঁস! পুলিশের জালে গ্রেফতার ২৮ বাংলাদেশি

দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,২৪,৩১০ টাকা 
২২ ক্যারেট - ১,১৩,৯৬০ টাকা 
১৮ ক্যারেট - ৯৩,২৭০ টাকা

মুম্বইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,২৪,১৬০ টাকা 
২২ ক্যারেট - ১,১৩,৮১০ টাকা 
১৮ ক্যারেট - ৯৩,১২০ টাকা

চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,২৪,৬৫০ টাকা 
২২ ক্যারেট - ১,১৪,২৬০ টাকা 
১৮ ক্যারেট - ৯৪,৫৬০ টাকা

কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,২৪,১৬০ টাকা 
২২ ক্যারেট - ১,১৩,৮১০ টাকা 
১৮ ক্যারেট - ৯৩,১২০ টাকা

আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,২৪,২১০ টাকা 
২২ ক্যারেট - ১,১৩,৮৬০ টাকা 
১৮ ক্যারেট - ৯৩,১৭০ টাকা

লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)

২৪ ক্যারেট - ১,২৪,৩১০ টাকা 
২২ ক্যারেট - ১,১৩,৯৬০ টাকা 
১৮ ক্যারেট - ৯৩,২৭০ টাকা

আরও পড়ুন-ভয়াবহ বিস্ফোরণ! কেঁপে উঠল গোটা এলাকা, মৃত্যুমিছিলে হাহাকার, রিপোর্ট তলব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

Gold Prices