হাইকোর্টে মিলল অনুমতি, নন্দীগ্রামে কাল ফের 'বোমা ফাটাতে' তৈরি শুভেন্দু!

প্রথমে নন্দীগ্রামে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ।

প্রথমে নন্দীগ্রামে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
da case has been delayed several times in the supreme court for back game says suvendu adhikari , ডিএ মামলা পিছনোও 'পিছনের খেলা', শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে বড় প্রশ্ন

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

১৪ মার্চ শর্তসাপেক্ষে নন্দীগ্রামে সভা করতে পারবেন শুভেন্দু অধিকারী, জানাল কলকাতা হাইকোর্ট। এর আগে আগামিকাল ১৪ মার্চ 'নন্দীগ্রাম দিবস' উপলক্ষে নন্দীগ্রামে কর্মসূচি পালন করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল বিজেপি। যদিও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বিজেপিকে সেই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। পুলিশি অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি।

Advertisment

আরও পড়ুন- সাতসকালে তুমুল চাঞ্চল্য, ডিএ ধর্না-মঞ্চ বোমা মেরে ওড়ানোর ‘হুমকি’

আগামিকাল অর্থাৎ ১৪ মার্চ 'নন্দীগ্রাম দিবস'। বিজেপিকে আগামিকাল শর্তসাপেক্ষে নন্দীগ্রামে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামিকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নন্দীগ্রামের অধিকারী পাড়া, গোকুলনগর, সেনাচূড়ায় কর্মসূচি পালন করতে পারবে বিজেপি। এলাকার সার্বিক আইনশৃঙ্খলার দিকে নজর রাখতে হবে স্থানীয় পুলিশ-প্রশাসনকে।

Advertisment

আরও পড়ুন- ‘বড়বাবুকে থানাতেই আটকে রাখব’, পুলিশকে চরম বার্তা মন্ত্রী সিদ্দিকুল্লার

এর আগে তৃণমূলও তাঁদের মতো করে 'নন্দীগ্রাম দিবস' পালনের কর্মসূচি পালন করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল। শাসকদলকে পুলিশ তাঁদের কর্মসূচি পালনের অনুমতি দেয়। তবে বিজেপি সেই অনুমতি পায়নি। সেই কারণেই তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। শেষমেশ কলকাতা হাইকোর্টের বিচাপতি রাজাশেখর মান্থা বিজেপিকে আগামিকাল নন্দীগ্রামে তাঁদের কর্মসূচি শর্তসাপেক্ষে পালনের অনুমতি দিয়েছেন।

bjp West Bengal highcourt Suvendu Adhikari