Advertisment

BJP Leader Attacked: মহিলা পঞ্চায়েত সদস্যার সম্ভ্রমহানির চেষ্টা, সপাটে কিল, চড় ঘুষি, লাথি...! তুমুল চাঞ্চল্য

BJP Leader Attacked: দলীয় বৈঠক চলাকালীন আচমকাই বিজেপির মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো দলেরই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।

author-image
Madhumita Dey
New Update
bjp leader

মহিলা পঞ্চায়েত সদস্যার সম্ভ্রমহানির চেষ্টা, সপাটে কিল, চড় ঘুষি, লাথি...

BJP Leader Attacked:  দলীয় বৈঠক চলাকালীন আচমকাই বিজেপির মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার  অভিযোগ উঠলো দলেরই গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুধু তাই নয় ওই মহিলা পঞ্চায়েত সদস্যার শাড়ি টেনে ছিঁড়ে দেওয়া হয় এবং চড়,থাপ্পর ,কিল ঘুষি মারা হয় বলে অভিযোগ। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী ছেলে বঙ্কিম মন্ডলও।  আর এই ঘটনায় মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধান শক্তি মন্ডলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে। 

Advertisment

মঙ্গলবার রাতের এই ঘটনার পর বুধবার দুপুরে আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্যার ছেলে বঙ্কিম মন্ডল মানিকচক থানায় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান শক্তি মন্ডল সহ তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্রান্ত ওই মহিলা বিজেপি নেত্রী চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত মহিলার নাম প্রতিমা মন্ডল (৫০)। তিনি দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত সদস্য।

চাঁদে পা রেখেই সূর্যের দিকে চোখে চোখ! মহাকাশে এবার নিজের 'বাড়ি' তৈরি করতে চলেছে ভারত!

মঙ্গলবার রাতে মানিকচক ব্লকে বিজেপির জেলার সাধারণ সম্পাদক গৌড় মণ্ডলের দলীয় কার্যালয়ে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে একটি বৈঠক রাখা হয়েছিল। সেখানে দক্ষিণ মালদার বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষও উপস্থিত হয়েছিলেন। কিন্তু মিটিং চলাকালীনই হঠাৎই বিজেপি দলের পঞ্চায়েত প্রধান ও তার দলবল মহিলা পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডলকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। সেই সময় মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন ছেলে বঙ্কিমবাবুও।

দিনে বাড়ি-বাড়ি ঘুরে 'ফেরিওয়ালা'র কাজ, রাতে তারই কাছে মিলল সাংঘাতিক জিনিস!

আহত বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যা প্রতিমা মন্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান শক্তি মন্ডল বিভিন্ন কাজ নিয়ে দুর্নীতি করে চলেছে। আমার সই জাল করেও ভুয়ো বিল তোলা হয়েছে। এরকমভাবেই পঞ্চায়েতে বরাদ্দ সরকারি টাকা বিভিন্নভাবে তছরুপ করছে দলেরই পঞ্চায়েত প্রধান । এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিলাম তারপরই এদিনের মিটিংয়ে আমাকে মারধর করা হয়। 

এদিকে যার বিরুদ্ধে অভিযোগ বিজেপির সেই গ্রাম পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল অবশ্য বলেন, পঞ্চায়েতের কাজে কোনরকম ভাবে সহযোগিতা করছে না মহিলা সদস্যা, সে কথায় তাকে বলা হয়েছিল। কোনরকম মারধরের ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিজেপির দক্ষিণ মালদা সভাপতি পার্থসারথি ঘোষ বলে , মানিকচকে দলীয় কার্যালয় দক্ষিণ চন্ডীপুরের পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়েছিল। ওই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কাজ নিয়ে নানান সমস্যা চলছে। সেখানে এই গোলমালের ঘটনাটি ঘটে। এটা দলগত কোন সমস্যা নয়। নিজেদের মধ্যে ব্যক্তিগত আক্রমণে ঘটনাটি ঘটেছে। বিষয়টি মিটিয়ে ফেলা হবে। 

bjp
Advertisment