রবিবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, 'প্রমোদের ভ্রমণ', কটাক্ষ শুভেন্দুর

বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরজোমিনে খতিয়ে দেখতেই এদিন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তাঁর এই সফরকে কেন্দ্র করে তীব্র নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরজোমিনে খতিয়ে দেখতেই এদিন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর তাঁর এই সফরকে কেন্দ্র করে তীব্র নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

রবিবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, প্রমোদের ভ্রমণ, কটাক্ষ শুভেন্দুর

রবিবার ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি সরজোমিনে খতিয়ে দেখতেই এদিন উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।  আর তাঁর এই সফরকে কেন্দ্র করে তীব্র নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শনিবার তিনি অভিযোগ করেন, প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে উত্তর বঙ্গে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। জানা গিয়েছে রবিবার কলকাতা থেকে সরাসরি বাগডোগরায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে দুপুর একটা নাগাদ হাসিমারা বায়ুসেনা ছাউনিতে এসে পৌঁছাবেন তিনি। রবিবার বিকেলেই সড়ক পথে শিলিগুড়ি রওনা দেবেন মুখ্যমন্ত্রী। পরের দিন সোমবার মিরিক যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।  

Advertisment

আরও পড়ুন-  রাজ্যে মেডিকেল পড়ুয়া গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন অভিষেক, নিন্দা জানিয়ে অপরাজিতা বিল নিয়ে বিজেপিকে খোঁচা

রবিবার ফের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে    পুলিশকে নানাভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন। শুভেন্দুর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের পতাকা ঠিকমত লাগানো হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখছেন। এনিয়ে  শুভেন্দু অধিকারী লিখেছেন, "মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত  উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতে থাকা হীরক রানী এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন।ওনার পুলিশ বাহিনী কে প্রাকৃতিক দুর্যোগের সময়ে অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় নি, সেই তারাই হীরক রানীর সফরের আগে ওনাকে স্বাগত জানাতে তৃণমূলের ঝাণ্ডা ঠিক ঠাক ভাবে লাগানো হয়েছে কিনা তা তদারকি করতে ব্যস্ত !!! প্রকৃতির রোষে সব হারানো মানুষগুলির প্রতি দায়বদ্ধতা বা পরিষেবার বেলায় মমতা পুলিশের অবদান লবডঙ্কা। পরিত্রাতা হিসেবে পাশে ছিল এনডিআরএফ (NDRF) ও ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। আসলে এই পুলিশের তৃণমূলীকরণ হয়ে গিয়েছে, পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে"।

Advertisment

আরও পড়ুন-  ভয়াবহ এয়ারস্ট্রাইক আফগান সেনাবাহিনীর, নিহত ১২ পাক সেনা, সীমান্তে তুমুল উত্তেজনা

এই অভিযোগের জবাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির পর দ্রুত উত্তরবঙ্গে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যে তদারকি করেছেন। ফের পরিস্থিতি তদারকি করতেই তাঁর এই সফর"।  তিনি আরও অভিযোগ করেছেন যে, "শুভেন্দু অধিকারীর মতো নেতারা কেবল মানুষের কষ্টকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন এবং মুখ্যমন্ত্রীর উপর ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন"।

আরও পড়ুন-  দমকা হাওয়া-মুর্হুমুর্হু বাজ? আজ রবিবার দুপুর গড়াতেই খেলা দেখাবে আবহাওয়া?

mamata Suvendu