Advertisment

দুঃসংবাদ বঙ্গ বিজেপি শিবিরে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে অমিত মালব্য

বুধবার তাঁকে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
অমিত মালব্য়,amit malviya

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

একুশের লক্ষ্যে কয়েকদিন আগেই বঙ্গ বিজয়ের দায়িত্ব কাঁধে নিয়ে রাজ্য বিজেপির সহ-পর্যবেক্ষক হয়ে বাংলায় এসেছেন অমিত মালব্য। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কাজ শুরু করে দিয়েছেন রাজ্যে এসে। মমতা সরকারের কর্মকাণ্ড, তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ চলছে সোশ্যাল মিডিয়ায় তাঁর নেতৃত্বে। এর মধ্যেই দুঃসংবাদ গেরুয়া শিবিরে। করোনায় আক্রান্ত হলেন মালব্য। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

Advertisment

জানা গিয়েছে, বুধবার তাঁকে ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর সামান্য জ্বর রয়েছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গ বিজেপির সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকে কলকাতাতেই আছেন মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়ের টুইটকে ‘ভুয়ো’ বলে চিহ্নিত করল খোদ টুইটার। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কৃষক বিক্ষোভ নিয়ে একটি ভিডিও এডিট করে সত্য়কে ‘বিকৃত’ করে টুইট করেন মালব্য়, ফ্য়াক্ট চেকের পর এমনটাই জানিয়েছে টুইটার। মালব্য়র টুইটকে ‘ম্য়ানিপুলেটেড মিডিয়া’ তকমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন ‘ছিঃ! লজ্জাজনক’, মালব্যর ‘ভুয়ো’ টুইট নিয়ে কড়া আক্রমণ তৃণমূল সাংসদ নুসরতের

উল্লেখ্য়, গত ২৮ নভেম্বর প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী একটি ছবি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, কৃষক বিক্ষোভ চলাকালীন একজন বৃদ্ধ আন্দোলনকারীকে লাঠি নিয়ে উদ্য়ত এক পুলিশকর্মী। সেই ছবির সঙ্গে একটি ভিডিও ক্লিপ টুইট করেন মালব্য়। যাতে দেখা যায়, ওই বৃদ্ধকে পুলিশ মারছেন না। ভিডিওর নিচে লেখা, ‘‘পুলিশকর্মী কৃষককে স্পর্শও করেননি’’। এরপর কয়েকটি ফ্য়াক্ট চেকিং সাইট আসল ভিডিওটি প্রকাশ করে। তাতে দেখা যায়, লাঠিপেটার অংশটি এডিট করে সরিয়েছেন মালব্য়।

ফ্য়াক্ট চেকিং সাইট বুমলাইভ ওই কৃষককেও চিহ্নিত করে। ওই কৃষক দাবি করেছেন, তাঁকে আঘাত করা হয়েছে। সুখদেব সিং নামে পাঞ্জাবের কৃষক বুমলাইভকে জানিয়েছেন, ‘‘তাঁরা বলতেই পারেন যে আমায় মারেননি। আমার ক্ষতচিহ্ন দেখলেই বোঝা যাবে’’। এ ঘটনায় অমিত মালব্য়র সঙ্গে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit malviya COVID-19 bjp
Advertisment