Advertisment

পুণে থেকে গ্রেফতার বঙ্গ বিজেপি নেতা

পুণে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল রাজ্য বিজেপি নেতাকে। চলতি বছরের মে মাসে হাওড়ার আমতায় হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন ওই বিজেপি নেতা।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, বিজেপি

পুণে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল রাজ্য বিজেপি নেতাকে।

হিংসা ছড়ানোর অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন বঙ্গ বিজেপি নেতা। পুণে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল রাজ্য বিজেপি নেতা ভোলা সামুইকে। চলতি বছরের মে মাসে হাওড়ার আমতায় হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন ওই বিজেপি নেতা। ভোলা সামুইয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অবশেষে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

Advertisment

আরও পড়ুন: ‘পার্থবাবু নিষেধ করেছেন’, আজ ইস্তফা দিলেন না বৈশাখী

সূত্র মারফৎ জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে রাজনৈতিক মিছিলে গোলমালের ঘটনায় অভিযুক্ত ছিলেন বিজেপি নেতা ভোলা সামুই। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরই গা ঢাকা দেন ভোলা। মহারাষ্ট্রে পালিয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে পুলিশি জালে ধরা পড়লেন বঙ্গ বিজেপির এই নেতা। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে হাওড়ার উদয়নারায়ণপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন সামুই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ৪৪৭, ৩২৩, ৩০৭, ৪৩৬, ৩৭৯ ও অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছে ভোলাকে।

আরও পড়ুন: বৈশাখীর ‘চাকরি খেলেন’ মমতা! শোভনের পাশে বসে কাঁদতে কাঁদতে ইস্তফা ঘোষণা

পুণে সিটি ক্রাইম ব্রাঞ্চের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সে শহরে ভোলার উপস্থিতি সম্পর্কে তাদের জানায় পশ্চিমবঙ্গ পুলিশ। তারপরই সাব-ইন্সপেক্টর নীলেশ কুমারের নেতৃত্বে একটি দল ভোলাকে রাত সাড়ে ১০টা নাগাদ পুণে বিমানবন্দর থেকে গ্রেফতার করে। পরে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই বিজেপি নেতাকে। প্রাথমিক তদন্তে পুণে পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি নাসিক গিয়েছিলেন ভোলা। সেখান থেকেই পুণেতে আসেন তিনি। পুণে থেকে কলকাতা ফেরার পরিকল্পনা ছিল তাঁর। এ প্রসঙ্গে বাংলার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘পুণে থেকে ভোলা সামুইকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হবে’’।

Read the full story in English

bjp
Advertisment