Malda Love Story: উথাল-পাতাল প্রেম! দাপুটে তৃণমূল কর্মীর স্ত্রী'কে নিয়ে 'পগার পার' বিজেপি নেতা, জানাজানি হতেই হুলস্থূল

TMC VS BJP Malda LOve Story: জানা গেছে জিতেন রায়ের বাড়ির ১০০ মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন এই বিজেপি নেতা। সেখান থেকেই গড়ে উঠে ছিল যোগাযোগ এবং প্রেম।

TMC VS BJP Malda LOve Story: জানা গেছে জিতেন রায়ের বাড়ির ১০০ মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন এই বিজেপি নেতা। সেখান থেকেই গড়ে উঠে ছিল যোগাযোগ এবং প্রেম।

author-image
Madhumita Dey
New Update
bjp-leader-elopes-with-tmc-worker-wife-malda

প্রেমে পড়ে তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। Photograph: (প্রতীকী ছবি )

TMC VS BJP Malda Love Story:  কথায় আছে প্রেম অন্ধ! আর সেই প্রেমের টানেই তৃণমূল কর্মীর স্ত্রী'কে নিয়ে পালালো বিজেপি নেতা, চাউর হতেই তুমুল শোরগোল পড়ে যায়। স্ত্রীর এমন বিশ্বাসঘাতকতা কিছুতেই মানতে পারছেন না দাপুটে তৃণমূল কর্মী স্বামী। চরম বিপাকে পড়েছে দুই পরিবার। 

Advertisment

বাড়ির কাছেই পার্টি অফিস। সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত। প্রেমে পড়ে তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা। বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান। অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত। তাদের বিবাহ বহির্ভূত এই সম্পর্কের জেরে বিপাকে দুই পরিবার। 

বিধ্বংসী অগ্নিকান্ড, ঝলসে মৃত্যু ৬ শিশু সহ ১৭ জনের! বুকফাটা আর্তনাদ, কান্না-হাহাকার...!

Advertisment

মেয়ের কীর্তি বিশ্বাস করতে পারছেন না মা। সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাস নগর এলাকার ঘটনা। স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। 

পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গেছেন। যা শুনে হতবাক জীতেন। তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা। কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়ে ছিল। ছোট দুই ছেলে মেয়ে রয়েছে বাড়িতে।

জানা গেছে জিতেন রায়ের বাড়ির ১০০ মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন বিজেপি নেতা। সেখান থেকেই গড়ে উঠে ছিল যোগাযোগ এবং প্রেম। কিন্তু স্বামী টের পাননি কিছুই। অন্যদিকে জীবন দাসও বিবাহিত। রয়েছে ছোট এক সন্তান। বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও। 

মেয়ে কেন এমন করল বলতে পারছেন না শিউলি রায়ের মা। সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে। ভেঙে যাচ্ছে বহু পরিবার। সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাসের পরিবার।

পাক গুপ্তচরবৃত্তির ভয়ঙ্কর অভিযোগ, খতিয়ে দেখা হচ্ছে জনপ্রিয় youtuber-এর 'পুরী যোগ'

tmc bjp Malda