youtuber jyoti rani: পাক গুপ্তচরবৃত্তির ভয়ঙ্কর অভিযোগ, খতিয়ে দেখা হচ্ছে জনপ্রিয় youtuber-এর 'পুরী যোগ'

youtuber jyoti rani: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা পুলিশ ইউটিউবার জ্যোতি রানীকে গ্রেপ্তার করার একদিন পর , ওড়িশা পুলিশ অভিযুক্তের সাথে 'পুরীর এক কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

youtuber jyoti rani: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা পুলিশ ইউটিউবার জ্যোতি রানীকে গ্রেপ্তার করার একদিন পর , ওড়িশা পুলিশ অভিযুক্তের সাথে 'পুরীর এক কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
youtuber-jyoti-rani-spying-pakistan-odisha-police-puri-link

জ্যোতি রানী

youtuber jyoti rani: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানা পুলিশ ইউটিউবার জ্যোতি রানীকে গ্রেপ্তার করার একদিন পর , ওড়িশা পুলিশ অভিযুক্তের সাথে 'পুরীর এক কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, জ্যোতি, গত বছরের সেপ্টেম্বরে পুরীতে গিয়েছিলেন, তিনি পুরীর এক কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে দেখা করেছিলেন যিনি সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন।

Advertisment

গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনে বড় ধাক্কা খেল ইসরো! মন ভাঙল ১৪০ কোটি ভারতীয়'র

পুরীর এসপি বিনীত আগরওয়াল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন,"হরিয়ানার ইউটিউবারের পুরীর ওই মহিলার সাথে কোনও যোগসূত্র আছে কিনা এবং কোনও সন্দেহজনক কার্যকলাপ ছিল কিনা তা যাচাই করার চেষ্টা করছে পুলিশ। আমরা রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা এবং হরিয়ানা পুলিশের সাথেও যোগাযোগ রাখছি। আমরা এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাইনি। যদি আমরা সন্দেহজনক কিছু জানতে পারি, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব"।

বিধ্বংসী অগ্নিকান্ড, ঝলসে মৃত্যু ৬ শিশু সহ ১৭ জনের! বুকফাটা আর্তনাদ, কান্না-হাহাকার...!

Advertisment

গতকালই পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার জনপ্রিয় ব্লগার জ্যোতি রানী। হরিয়ানা পুলিশ জানিয়েছে, জ্যোতি রানী পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন এবং দুবার পাকিস্তান ভ্রমণ করেন।'

মিঠুন চক্রবর্তীর বাড়িতেও বুলডোজার? পুরসভার নোটিস ঘিরে তুমুল চাঞ্চল্য, হতে পারে জেল-জরিমানাও!

ট্র্যাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার। যার ৩,৭৭,০০০ এরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং ১,৩২,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তার সাথে "সংবেদনশীল তথ্য" শেয়ার করার অভিযোগে হরিয়ানা পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ধারা ৩ এবং ৫ এবং ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৫২ (ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করে এমন কাজ) এর অধীনে মামলা করা হয়েছিল।

viral youtuber india pakistan