দিল্লি ধেয়ে নাটকীয় গ্রেফতারি, ধৃত আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

কম্বলকাণ্ডে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।

কম্বলকাণ্ডে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করল রাজ্য পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
SSKM Hospital did not admit Jitendra Tiwari

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

কম্বলকাণ্ডে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করল রাজ্য পুলিশ। দিল্লির নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানোলে কম্বল বিলির ঘটনায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারি-সহ বেশ কয়েকজনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল।

Advertisment

এবার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর আসানসোলে বিজেপির উদ্যোগে একটি কম্বল বিলি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা আসানসোল পুরসভার বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির ওয়ার্ডেই ওই কর্মসূচির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানটির উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জিতেন্দ্র ও তাঁর স্ত্রী। গেরুয়া দলের সেই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

আরও পড়ুন- কীসের টাকা? কাদের মদত? শান্তনুর কুবেরের ধনের উৎস কী? বোমা ফাটালেন স্ত্রী প্রিয়াঙ্কা

তবে বিপুল সংখ্যক মানুষ ওই দিন কম্বল নিতে হাজির হয়েছিলেন। যার জেরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। হাতেগোনা পুলিশকর্মী সেই পরিস্থিতি সামলাতে পারেনি। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক তৃতীয় শ্রেণির ছাত্রী-সহ মোট তিনজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারনি-সহ ১২ জনের নামে এফআইআর দায়ের করেছিল এক মৃতের পরিবার।

Advertisment

আরও পড়ুন- সরকারি টাকায় গেস্ট হাউসের পাড় বাঁধান শান্তনু, চাকরি বিক্রির অর্থে হুগলি জুড়ে সাম্রাজ্য

কম্বলকাণ্ডে এরপর জিতেন্দ্র-জায়া চৈতালী তিওয়ারিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বেশ কয়েকবার তাঁর বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করে এসেছে পুলিশ। এবার গত ১৪ ডিসেম্বরের কম্বলকাণ্ডে দিল্লির নয়ডা থেকে গ্রেফতার করা হল আসানেসালের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে।

Arrested Jitendra Tiwari BJP Leader