Kaustav Bagchi Registry: দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ, প্রধান সাক্ষী হিসাবে সই শুভেন্দুর

Kaustav Bagchi married log time girlfriend: ১২ বছর ধরে একসঙ্গে পথচলা কৌস্তভ এবং প্রীতির। কলকাতা হাইকোর্টে দুজনেই আইনজীবী। জীবনের অনেক চড়াই-উতরাই পার করেছেন দুজনে একসঙ্গে। এবার আইনি বিবাহের মাধ্যমে প্রেমকে পরিণতি দিলেন কৌস্তভ এবং প্রীতি। 

author-image
IE Bangla Web Desk
New Update
Kaustav Bagchi: আইনি বিবাহের মাধ্যমে প্রেমকে পরিণতি দিলেন কৌস্তভ এবং প্রীতি

Kaustav Bagchi: আইনি বিবাহের মাধ্যমে প্রেমকে পরিণতি দিলেন কৌস্তভ এবং প্রীতি

Kaustav Bagchi married log time girlfriend: দীর্ঘদিনের বান্ধবীকে অবশেষে বিয়ে করলেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। শনিবার সন্ধেয় দীর্ঘদিনের বান্ধবী প্রীতি করের সঙ্গে রেজিস্ট্রি সারলেন কৌস্তভ। আর এই আইনি বিবাহে প্রধান সাক্ষী হিসাবে রেজিস্ট্রি পেপারে সই করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisment

শুভেন্দুর হাত ধরেই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৌস্তভ। আর জীবনের বিশেষ দিনেও শুভেন্দুই সাক্ষী হলেন। ১২ বছর ধরে একসঙ্গে পথচলা কৌস্তভ এবং প্রীতির। কলকাতা হাইকোর্টে দুজনেই আইনজীবী। জীবনের অনেক চড়াই-উতরাই পার করেছেন দুজনে একসঙ্গে। এবার আইনি বিবাহের মাধ্যমে প্রেমকে পরিণতি দিলেন কৌস্তভ এবং প্রীতি। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কৌস্তভ। পুলিশ গ্রেফতার করেছিল তাঁকে। পরে জামিনে মুক্ত হয়ে ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন কৌস্তভ। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে সরছেন মাথায় চুল গজাতে দেবেন না কৌস্তভ। এই অঙ্গীকার করে মাথা মুড়িয়েছিলেন তিনি। 

এদিন বিয়ের সময়েও মাথা কামানো ছিল কৌস্তভের। তা নিয়ে অবশ্য কোনও অনুশোচনা নেই কৌস্তভ বা প্রীতি, কারওরই। প্রীতি তো বলেই দিলেন, 'আমি চাই কৌস্তভ যে কথা দিয়েছে, সেটা যেন পালন করে। ওঁর জীবনের সব সিদ্ধান্তে আমি পাশে আছি, থাকব।'

Advertisment

আরও পড়ুন আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা, সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের জামিন

কংগ্রেস দিয়ে রাজনীতিতে হাতেখড়ি কৌস্তভের। পরে হাত ছেড়ে বিজেপির গেরুয়া পতাকা ধরেন তিনি। তাতেও অনুঘটক ছিলেন শুভেন্দু অধিকারী। বিয়ের দিন অবশ্য গেরুয়া নয়, চারিদিকে লালের ছড়াছড়ি ছিল। কিছুদিন আগেই সপরিবারে ইতালি ভ্রমণে গিয়েছিলেন কৌস্তভ-প্রীতি। কলকাতায় ফিরে আসার কয়েকদিন পরেই আইনি বিয়ে সেরে নিলেন তাঁরা।

কৌস্তভের আইনি বিয়েতে প্রধান সাক্ষী হিসাবে থাকতে পেরে খুব খুশি শুভেন্দু অধিকারী। বলেছেন, 'দুজনের জীবনের এমন মুহূর্তে সাক্ষী হিসাবে থাকতে পেরে খুবই আনন্দিত। ওঁদের আশীর্বাদ করি, যেন সবসময় দুজনে একসঙ্গে থাকেন। সুখ-দুঃখে একে অপরের প্রকৃত সঙ্গী হোন তাঁরা।'

West Bengal Suvendu Adhikari Marriage Ceremony West Bengal News marriage Kaustav Bagchi west bengal latest news