Sandip Ghosh got Bail: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা, সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের জামিন

Sandip Ghosh got Bail: গ্রেফতারের ৯০ দিন পরেও কেন্দ্রীয় তদন্ত সংস্থা সন্দীপ ঘোষর, অভিজিৎ মণ্ডলের নামে চার্জশিট দিতে পারেনি। সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন বিচারকের।

Sandip Ghosh got Bail: গ্রেফতারের ৯০ দিন পরেও কেন্দ্রীয় তদন্ত সংস্থা সন্দীপ ঘোষর, অভিজিৎ মণ্ডলের নামে চার্জশিট দিতে পারেনি। সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন বিচারকের।

author-image
IE Bangla Web Desk
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

বাঁদিকে সন্দীপ ঘোষ ও ডানদিকে অভিজিৎ মণ্ডল।

Sandip Ghosh got Bail:আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ঘোষের জামিন হল। সেই সঙ্গে জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। গ্রেফতারের ৯০ দিন পরেও চার্জশিট জমা দিতে পারেনি CBI। সময়ের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারার কারণেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করলেন শিয়ালদহ আদালতের বিচারক।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় সন্দীপ ঘোষের জামিন। সেই সঙ্গে জামিন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। গ্রেফতারের ৯০ দিন পরেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তারই জেরে সন্দীপের জামিন মঞ্জুর করলেন বিচারক। তবে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় জামিন পেলেও আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় এখনও জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। 

শিয়ালদহ আদালত শুক্রবার সন্দীপ ঘোষের পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেছে। তিনি জামিনে ছাড়া পাবেন। সন্দীপকে থাকতে হবে জেলেই। আরজি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতিতে তাঁর যোগ রয়েছে বলে অভিযোগ। 

Advertisment

আরও পড়ুন- NIA Raid: বোমা বিস্ফোরণ মামলার তদন্তে নয়া ব্রেক? দাপুটে তৃণমূল নেতার বাড়িতে NIA হানা

আরও পড়ুন- Kolkata News: খাস কলকাতায় আবর্জনার স্তূপে মহিলার কাটা মুণ্ড, হাড়হিম কাণ্ডের তদন্তে পুলিশ

উল্লেখ্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চিকিৎসককে ধর্ষণ ও খুনের তথ্য লোপাটের অভিযোগ এনেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এছাড়াও এই দু'জনের বিরুদ্ধে এই মামলায় প্রভাব খাটানোরও অভিযোগ সামনে এসেছে। শুক্রবার শিয়ালদহ আদালতে এই মামলার শুনানির সময়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নতুন করে হেফাজতে চায়নি সিবিআই। এদের বিরুদ্ধে নির্ধারিত ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। এরপরই দু'জনের জামিন মঞ্জুর করেছেন শিয়ালদহ আদালতের বিচারক।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করের নির্যাতিতার পরিবারের আইনজীবী বদল, এবার কার উপর 'ভরসা' 'অভয়া'র বাবা-মায়ের?

Bangla News Bengali News Today RG Kar Medical College sandip ghosh RG Kar Case news in west bengal news of west bengal