Trinamool vs BJP Bongaon: বনগাঁ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে ফের ক্ষোভের মুখে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। যদিও এই ঘটনায় তৃণমূল লোক পাঠিয়ে ক্ষোভ দেখিয়েছে দাবি বিধায়কের ।
বনগাঁ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের লালপোল এলাকায় রবিবার সকালে জলমগ্ন এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়লেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।
এদিন নিজে পায়ে হেঁটে লালপোল এলাকায় জলমগ্ন অবস্থা পরিদর্শন করতে গেলে সাধারণ মানুষ তার সাথে কথা বলতে যায়। তবে সাধারণ মানুষের অভিযোগ, বিধায়ক তাদের সাথে কথা না বলেই সেখান থেকে চলে যায় এবং বিধায়কের বাড়িতে যেতে বলে। তখনই সাধারণ মানুষ বিধায়কের সামনে ক্ষোভে ফেটে পড়ে। সাধারণ মানুষ অভিযোগ তোলেন বিধায়ক তাদের সমস্যার কথা না শুনে চলে গেছেন এবং বাড়িতে গিয়ে তাদের অভিযোগের কথা বলতে বলেছেন।
যদিও তাকে দেখে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের কথা অস্বীকার করে অশোক কীর্তনিয়া বলেন, তৃণমূল চারজন গুন্ডা পাঠিয়ে আমার পথ আটকানোর চেষ্টা করেছিল, সাধারণ মানুষ তা রুখে দিয়েছে। তৃণমূল লোক পাঠিয়ে আমার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছে, সাধারণ মানুষ নয়।
৩৫ বছর এই ওয়ার্ডের ক্ষমতায় রয়েছে বর্তমান কাউন্সিলর এর পরিবার। ২১ নম্বর ওয়ার্ড এলাকার জলমগ্ন পরিস্থিতির জন্য তৃণমূল কাউন্সিলর এবং তার পরিবারকেই দায়ী করেছেন বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, দাস পরিবার ৩৫ বছর ধরে এই ওয়ার্ডের ক্ষমতা ধরে রেখেছে, তারা এতদিনেও সমস্যার সমাধান করতে পারেনি।
এই বিষয়ে বনগাঁ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুরজিৎ দাস জানিয়েছেন, বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়াকে সাধারণ মানুষ প্রশ্ন করাতে উনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন। সাধারণ মানুষের প্রশ্নের উত্তর উনি কেন দেননি। গুন্ডা পাঠানো কাজ আমাদের নয়, বিজেপির। আমার বাবা প্রয়াত সাধন দাস এই এলাকার ৩৫ বছরের কাউন্সিলর থাকার সময় যা উন্নয়ন করেছে তা উনি জানেন না। উনি এই এলাকার ভৌগোলিক অবস্থান জানেন না। এই এলাকার উন্নয়নে সবসময় বর্তমান পৌরসভার চেয়ারম্যান আছেন।