কোন্দল-ভাঙনে জেরবার বঙ্গ বিজেপি। তাতে কি? শুভেন্দু আছেন শুভেন্দুতেই। ফের একবার রাজ্যের বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী। ''শিল্পতো আগেই ভাগিয়েছিলেন, KK-র মৃত্যুর পর শিল্পীও ভাগিয়ে দিয়েছেন।'' মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর।
এমনিতে বিশেষ স্বস্তিতে নেই রাজ্য বিজেপি। একের পর এক নেতা দল ছাড়ছেন। কোনও নেতাকে সেন্সর করতে হচ্ছে খোদ শীর্ষ নেতৃত্বকে। যা নিয়ে শাসক শিবির পালা করে বিঁধছে গেরুয়া দলকে। তবে দলের এই অস্বস্তির আঁচ বাইরে পড়তে দিতে চান না শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে তাঁর চাঁচাছোলা মন্তব্য জারি রেখেছেন শুভেন্দু। এবার এরাজ্যে অনুষ্ঠান করতে এসে সংগীতশিল্পী KK-র মর্মান্তিক মৃত্যু নিয়েও রাজ্য প্রশাসনের সর্বোময় কর্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়াকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি?
কলকাতার নজরুল মঞ্চের সেদিনের পরিস্থিতিই KK-র আকস্মিক ওই মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী, এমনই অভিযোগ উঠেছে বেশ কিছু মহল থেকে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি শুরু থেকেই KK-র মৃত্যুতে রাজ্যের শাসকদলকেই দায়ী করে চলেছে। ফের একবার KK-র মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
গতকাল সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ''কৃষি ও শিল্প হাত ধরাধরি করে চলবে''। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য প্রসঙ্গে শুভেন্দুর টিপ্পনি, ''এসব কথা বলে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। শিল্পতো আগেই ভাগিয়েছিলেন, KK-র মৃত্যুর পর শিল্পীও ভাগিয়ে দিয়েছেন।''