বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি?

প্রাক বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। কয়েকদিনের মধ্যেই পাকাপাকিভাবে বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

প্রাক বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। কয়েকদিনের মধ্যেই পাকাপাকিভাবে বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
low depression is now more powerfull rainfall is continuing at south bengal

ফাইল ছবি। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

প্রাক বর্ষার বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। কয়েকদিনের মধ্যেই পাকাপাকিভাবে বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বর্ষা ঢোকার ১০-১২ দিনের মাথায় বর্ষার প্রবেশ দক্ষিণের জেলাগুলিতেও।

Advertisment

গতকাল শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু কমেনি। সেই অস্বস্তি বহাল থাকবে আজও। তবে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত একটানা বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের ছবিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গত এক মাসে উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির রেশ জারি রয়েছে এখনও।

Advertisment

আরও পড়ুন- West Bengal Madhyamik Result 2022 : আজ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর দিন তিনেকের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা পুরোপুরিভাবে ঢুকে পড়বে। শুক্রবার থেকেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে ব্যপক বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। শহর কলকাতার ছবিটাও একই। আজ দিনভর দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল পরিস্থিতি তৈরির আশঙ্কা। স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে আজ কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা শহরেও শুক্রবার বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Report weather update