/indian-express-bangla/media/media_files/m9ZvZNWcfDWhgpZOfqYC.jpg)
Local Train: লোকাল ট্রেন।
Sealdah division local train cancellations: পাওয়ার ব্লক নেওয়ার কারণে শনিবার রাত থেকেই শিয়ালদহ শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। আগামিকাল রবিবার ভোর পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। দমদমে ডাউন মেন লাইনে পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। সেই কারণেই এই ট্রেন বাতিল। আজ রাত ১০.৫০ থেকে কাল ২২ জুন ভোর ০৫.৫০ পর্যন্ত ৭ ঘন্টা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। ফলস্বরূপ, ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে।
২১.০৬.২০২৫ (শনিবার) তারিখে ট্রেন বাতিল:
শিয়ালদহ-বনগাঁ আপ এবং ডাউন রুটে দু'জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ এবং ডাউন রুটে দু'জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-বারুইপাড়া শাখায় আপ এবং ডাউন রুটে এক জোড়া ট্রেন বাতিল থাকবে।
২২.০৬.২০২৫ (রবিবার) তারিখে ট্রেন বাতিল:
শিয়ালদহ-ডানকুনি আপ এবং ডাউন রুটে তিনজোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ এবং ডাউন রুটে দু'জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় আপ এবং ডাউন রুটে একজোড়া ট্রেন বাতিল থাকবে। বাতিল করা হয়েছে শিয়ালদহ-বারাসাত লোকাল। সেই সঙ্গে শিয়ালদহ-নৈহাটি রুটেও একজোড়া করে আপ ও ডাউনে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
শিয়ালদহ-হাবরা রুটেও একজোড়া করে আপ ও ডাউনে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এরই পাশাপাশি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত এবং শিয়ালদহ-দত্তপুকুর শাখায় একজোড়া করে আপ ও ডাউনে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।ডাউন পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস শনিবার সন্ধে ৭.৪৫ মিনিটের বদলে রাত ১০.১৫ মিনিটে ছাড়বে।
মেল/এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে:
বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (যাত্রা শুরু হচ্ছে ২১ জুন, ২০২৫) ডানকুনি-শিয়ালদহের পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ হয়ে ঘুরবে এবং বেলঘরিয়ায় থামবে। হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল (যাত্রা শুরু হচ্ছে ২১ জুন, ২০২৫) ডানকুনি-শিয়ালদহের পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ হয়ে ঘোরানো হবে। ২২.০৬.২০২৫ (রবিবার) আপ এবং ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে।
আরও পড়ুন- mustard oil:সর্ষের মধ্যেই মস্ত ভূত! ভোজ্যতেলের নামে দিনের পর দিন কী বিষ খাচ্ছেন জানেন?