Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কেমন আছেন? দিল্লি থেকে মিলল লেটেস্ট আপডেট

Abhijit Gangopadhyay health update: কলকাতায় থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

Abhijit Gangopadhyay health update: কলকাতায় থাকাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
news in bengal live,news of bengal,news in west bengal live,west bengal news live updates,kolkata news live updates,kolkata news,bengal news today,latest bengali news,west bengal news,bangla khabar,bengali news,ajker bangla khabar,todays bengali news,todays kolkata news,political news of west bengal today,political news,পশ্চিমবঙ্গের খবর,আজকের পশ্চিমবঙ্গের খবর,কলকাতার খবর,আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক খবর,বাংলা খবর,পশ্চিমবঙ্গের লাইভ খবর,কলকাতার লাইভ খবর

BJP Mp Abhijit Gangopadhyay: বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay: কলকাতায় থাকাকালীনই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের BJP সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে টানা চিকিৎসার পর তাঁর শারীরিক পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে বলে খবর মিলেছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বিজেপি সাংসদ। আগের চেয়ে শরীর এখন অনেকটাই ভালো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে প্রাক্তন বিচারপতিকে আরও বেশ কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে এইমস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এখনও তাঁকে ICU-তে রেখেই চিকিৎসা করা হচ্ছে।

Advertisment

কলকাতায় থাকাকালীন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তৎক্ষণাৎ তার স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি। দ্রুত তাঁর চিকিৎসাও শুরু হয়ে যায়। তবে আলিপুরের বেসরকারি হাসপাতালে দিন কয়েকের চিকিৎসার পরেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা এবং রাজ্য বিজেপি নেতৃত্ব উদ্বিগ্ন হয়ে পড়েন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলকাতা থেকে এয়ারলিফট করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। এইমস হাসপাতালে বিশেষজ্ঞ কয়েকজন চিকিৎসককে  নিয়ে তৈরি হয়ে যায় মেডিকেল বোর্ড। সেই মেডিক্যাল বোর্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা শুরু করে দেয়।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: কলেজ ছাত্রীর রসহ্যমৃত্যু! যোধপুর পার্কে ছাদ থেকে মরণঝাঁপ, ঘনাচ্ছে রহস্য

এদিকে, AIIMS হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তমলুকের সাংসদ। আগের চেয়ে ধীরে ধীরে তার শারীরিক পরিস্থিতির বেশ খানিকটা উন্নতিও হয়েছে। তবে আপাতত আরও কয়েকদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ICU-তে রেখেই চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- SSC recruitment scam: 'দুর্নীতির দায় SSC-কেই নিতে হবে', বিরাট আন্দোলনের হুঁশিয়ারি, পথে চাকরিহারা গ্রুপ C ও D কর্মীরা

এদিকে, AIIMS হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বিজেপি নেতৃত্ব। লোকসভার সচিবালয় থেকেও সাংসদের শারীরিক পরিস্থিতির খোঁজ-খবর নেওয়া হচ্ছে। দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখার ব্যাপারে দলের তরফে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুও সাংসদের শারীরিক পরিস্থিতি নিয়ে AIIMS হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে।

BJP MP Delhi AIIMS Abhijit Ganguly