Advertisment

'কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল', নজিরবিহীন আক্রমণ দিলীপের

দিলীপ ঘোষের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।

author-image
IE Bangla Web Desk
New Update
dilip ghosh criticize tmc

ফের তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের।

এবার তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে বেনজির আক্রমণ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 'কংগ্রেসের মতোই একদিন শেষ হবে তৃণমূলও', সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের একবার স্বভাবসিদ্ধ ঢঙেই রাজ্যের শাসকদলকে তুলোধনা মেদিনীপুরের বিজেপি সাংসদের। পাল্টা দিলীপ ঘোষের মন্তব্যেরও কড়া জবাব তৃণমূল সাংসদের।

Advertisment

ফের তৃণমূলকে বেনজির আক্রমণ দিলীপ ঘোষের। একের পর এক দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসকদলের নেতা-মন্ত্রীদের। ইতিমধ্যেই দলের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষা-শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। গরু পাচার মামালায় নাম জড়িয়ে জেলের ঘানি টানছেন বীরভূমের কেষ্ট মণ্ডলও। গোটা তৃণমূল দলটাকেই 'চোর-চোর' বলে স্লোগান তুলেছে বিরোধীরা। যা নিয়ে প্রবল আপত্তি দেখাচ্ছেন শাসকদলের একাধিক নেতা। দু'-একজনের অন্যায়ের দায় দলের নয়, পাল্টা সুর চড়াচ্ছেন তৃণমূল নেতারাও।

আরও পড়ুন- মেয়ো রোডে TMCP-র প্রতিষ্ঠা দিবসের সভা, মমতার বার্তার দিকে তাকিয়ে ছাত্র-যুবরা

তবে একের পর এক দুর্নীতিতে তৃণমূলের নেতাদের নাম জড়ানোয় আক্রমণের ঝাঁঝও আরও বাড়ানোর কৌশল বিজেপির। এদিন ফের একবার তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। এদিন 'পরিবারতন্ত্র' নিয়ে জোড়াফুলকে নিশানা করেছেন দিলীপ। তাঁর কথায়, ''নতুন টিএমসি আর পুরনো টিএমসি এক হয়ে যাচ্ছে কিনা জানি না। মানুষকে বোকা বানানোর চেষ্টা। একটি পরিবারকে বাঁচাতে হবে, নেতাকে বাঁচাতে হবে, তার জন্যই এই চেষ্টা।'' তিনি আরও বলেন, ''কংগ্রেস এভাবেই শেষ হয়েছে, এরও শেষের দিকেই যাত্রা শুরু হয়েছে। কংগ্রেসের মতোই শেষ হবে তৃণমূল।''

এদিকে, দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ''দিলীপ ঘোষের বক্তব্যের গুরুত্ব নেই। উনি অপসারিত সভাপতি। দিলীপ ঘোষদের কোনও বড় সমাবেশ করার ক্ষমতা নেই। দিলীপ ঘোষের রোজ সকালের বক্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত নয়।''

tmc bjp Mamata Banerjee dilip ghosh
Advertisment