Advertisment

ধর্ষকদের প্রকাশ্যে এনকাউন্টারের নিদান বিজেপি সাংসদ লকেটের

অন্যদিকে বারুইপুরে দলীয় কার্যালয়ের মধ্যে মহিলা মোর্চার নেত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগে জেলা সম্পাদক স্বরূপ দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

হাথরাস গণধর্ষণ কাণ্ডে দোষীর প্রকাশ্যে জনতার সামনে এনকাউন্টার করার নিদান দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাংলায় কোনও ধর্ষণ-শ্লীলতাহানির ঘটনা ঘটে তখন রাজ্য সরকার-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে বঙ্গ বিজেপি। কিন্তু বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটলে নীরব থাকেন গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। এমনই অভিযোগ ওঠায় নীরবতা ভাঙলেন লকেট।

Advertisment

বৃহস্পতিবার ঝাড়গ্রামে কৃষক সুরক্ষা পদযাত্রা শেষে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন লকেট। তখনই হাথরাসের ঘটনা প্রসঙ্গে লকেটের স্পষ্ট কথা, "উত্তরপ্রদেশ, রাজস্থান বা পশ্চিমবঙ্গই বলুন, মহিলাদের উপর এমন অত্যাচারের জড়িয়ে দোষীদের এনকাউন্টার করে মারা উচিত। কোনও রাজনৈতিক প্রেক্ষাপট বুঝি না। রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে সবার সামনে গুলি করে মারা উচিত দোষীদের।" কিন্তু আদতে রাজ্যের কোনও ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করা বঙ্গ বিজেপির নেত্রী লকেট হাথরাসের ঘটনায় কি যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি জানাবেন? এমন কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। তাহলে কি রাজনীতি শুধুই বাংলার ক্ষেত্রে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুন যোগীর রাজ্যে যে কোনও সময় গাড়ি ওল্টাতে পারে! কৈলাসের মন্তব্যে বিতর্ক

তবে একদিকে যখন লকেট নারী নির্যাতনকারীদের এনকাউন্টারের সওয়াল করছেন তখন অন্যদিকে বারুইপুরে দলীয় কার্যালয়ের মধ্যে মহিলা মোর্চার নেত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগে জেলা সম্পাদক স্বরূপ দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্বরূপ দত্ত ও মণ্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা মোর্চার নেত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মহিলা নেত্রী মধুস্মিতা রায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে। এই প্রেক্ষিতে বিজেপিকে খোঁচা দিতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের নেতারা লকেটের মন্তব্যকে কটাক্ষ করে বলেছেন, "চ্যারিটি বিগিনস অ্যাট হোম!"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Locket Chatterjee
Advertisment