Advertisment

BJP Candidate List: তৃতীয় তালিকা প্রকাশ বিজেপির, কোন কোন আসনে ঘোষণা হল প্রার্থী?

BJP 3rd Candidate List: জল্পনা ছিলই। সেইমতো লক্ষ্মীবারে তৃতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। কিন্তু তালিকা প্রকাশ হতেই হতাশা বাড়ল বঙ্গ বিজেপি শিবিরে। তৃতীয় তালিকায় মাত্র ৯ জনের নাম ঘোষণা হয়েছে। তাও আবার দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে। সেখানে ৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। প্রার্থী করা হয়েছে সদ্য ইস্তফা দেওয়া তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনকে। প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি আন্নামালাইও। তবে বঙ্গ বিজেপি শিবিরে দীর্ঘশ্বাস বাড়ছে বাকি ২৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP Central Team Faces Protest at Amtala in South 24 Parganas

BJP Central Team Faces Protest: বিজেপির কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ।

BJP 3rd Candidate List: জল্পনা ছিলই। সেইমতো লক্ষ্মীবারে তৃতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। কিন্তু তালিকা প্রকাশ হতেই হতাশা বাড়ল বঙ্গ বিজেপি শিবিরে। তৃতীয় তালিকায় মাত্র ৯ জনের নাম ঘোষণা হয়েছে। তাও আবার দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে। সেখানে ৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে গেরুয়া শিবির। প্রার্থী করা হয়েছে সদ্য ইস্তফা দেওয়া তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনকে। প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি আন্নামালাইও। তবে বঙ্গ বিজেপি শিবিরে দীর্ঘশ্বাস বাড়ছে বাকি ২৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে।

Advertisment

এদিক থেকে বাংলায় অনেকটাই এগিয়ে আছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা প্রচারও জোরকদমে শুরু করে দিয়েছেন। বাংলায় সবার আগে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। তা-ও ২০টি আসনে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে আসানসোল কেন্দ্রের প্রার্থী ভোজপুরি সুপারস্টার পবন সিং প্রার্থীপদ প্রত্যাখ্যান করেন। সেই নিয়ে শুরুতেই ধাক্কা খায় বিজেপি। সেই ধাক্কা যে বড় বিরতিতে পরিণত হবে কে জানত! নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে এক সপ্তাহ হতে চলল। বাংলায় বাকি ২৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করল না বিজেপি।

দিন কয়েক আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, 'কে কে হারবে সেই নাম এখনও ঠিক করতে পারেনি বিজেপি। ওদের ভোটে লড়া মানে তো হারা। লোক পাচ্ছে না, আর আমাদের তো ৪২টা কেন্দ্রে ঝড় উঠে গিয়েছে। এরপর দেওয়াল কোথায় পাবে?' কুণাল আরও বলেন, 'মানুষ জানে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে, আর তৃণমূল জানে মানুষ পাশে আছে। তাই ৪২-এ ৪২ টার্গেট নিয়ে নেমে পড়েছে।'

আরও পড়ুন Enforcement Directorate: আচমকা মুখ্যমন্ত্রীর বাড়িতে ইডি গোয়েন্দারা, চরম শোরগোল

বিজেপির অন্দরে জল্পনা, আগামী শনিবার হয়তো বাকি ২৩ আসনে প্রার্থী ঘোষণা হবে। শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা অনেক পাটিগণিত-জ্যামিতি কষছেন। কোন কেন্দ্রের কাকে প্রার্থী করলে ভাল হবে সেই সুপারিশ দিল্লি গিয়ে করে এসেছেন তাঁরা। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী করবে তা জানা নেই। যদিও বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলছেন, "সঠিক সময়ে প্রার্থী ঘোষণা করা হবে। আমরা সংগঠনগত ভাবে প্রস্তুত।" কিন্তু সেই সঠিক সময় কবে আসবে তা নিয়ে তিনি ধোঁয়াশা বজায় রেখেছেন।

West Bengal bjp loksabha election 2024
Advertisment