scorecardresearch

সায়েন্স সিটির ভিতরে অমিত শাহ, বাইরে নিজেদের মধ্যে তুমুল হাতাহাতি বিজেপি কর্মীদের

চরম বিশৃঙ্খলার জেরে মুখ পুড়ল গেরুয়া শিবিরের।

BJP supporters scuffle outside Science City
পাস নেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি হয়।

রবীন্দ্রজয়ন্তীতে কলকাতার সায়েন্স সিটিতে বিশেষ কবিপ্রণাম অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু মঙ্গলবার সন্ধেয় সেই অনুষ্ঠান ঘিরেই বিশৃঙ্খলার সৃষ্টি হল প্রেক্ষাগৃহের বাইরে। পাস নেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি হয়।

জানা গিয়েছে, যত সংখ্যক পাস বিলি করা হয়েছিল, তার চেয়ে বেশি সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকরা হাজির হন সায়েন্স সিটিতে। আসন সংখ্যা সীমিত থাকায় অনেকেই ঢুকতে পারেননি। অমিত শাহ যখন গ্লোব থিয়েটারের ভিতরে বক্তৃতা দিচ্ছেন সেই সময়ই বাইরে ধাক্কাধাক্কি-হাতাহাতি করেন গেরুয়া সমর্থকরা।

তাঁদের দাবি, ভিতরে ঢুকতে দিতে হবে। পাস না থাকলেও ভিতরে ঢোকার জন্য চেষ্টা করেন তাঁরা। আয়োজকরা প্রথমে তাঁদের বোঝান। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বাধ্য হয়েই বাধা দেন তাঁরা। এরপর বাদানুবাদ এবং পরে হাতাহাতি শুরু হয়। বিজেপির রাজ্য নেতৃত্বের অস্বস্তি বেড়েছে এই ঘটনায়। তবে রাত পর্যন্ত দলের কোনও শীর্ষনেতা এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু আয়োজকদের সঙ্গে নেতৃত্বের সমন্বয়ের অভাব এই ঘটনায় স্পষ্ট।

আরও পড়ুন কবিগুরুকে নিয়ে বিশাল আগ্রহ অমিত শাহর, জোড়াসাঁকো ঘুরে কী কী জানতে চাইলেন?

প্রসঙ্গত, মঙ্গলবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গিয়েছিলেন অমিত শাহ। বিশ্বকবির জন্মভিটের প্রতিটি ঘর ঘুরে দেখেছেন তিনি। কবিপ্রণামে এদিন অমিত শাহের সফর ঘিরে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন ছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। বিশ্বকবির মূর্তিতে মাল্যদান-সহ সেই সব কর্মসূচিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সন্ধেয় সায়েন্স সিটিতে কবিপ্রণাম অনুষ্ঠানে অংশ নেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Bjp supporters scuffle outside science city auditorium as amit shah attends rabindra jayanti programme