Assault on Monks in Purulia: পুরুলিয়ায় সাধুদের মারধরের ঘটনায় পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সুবোধ মল্লিক স্ক্যোয়ার থেকে এদিন সাধুসন্তরা পুরুলিয়ার (Purulia) ঘটনার প্রতিবাদ মিছিলে অংশ নেন। তারপর এক প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) কাছে স্মারকলিপি দেন। বিশ্ব হিন্দু পরিষদ অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করার দাবি জানিয়েছে। জামিনযোগ্য ধারায় মামলা তাঁরা মানছেন না।
বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রের সম্পাদক অমিয় সরকার বলেন, 'সাধু- সন্ন্যাসী, বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যৌথভাবে পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণের প্রতিবাদে মিছিল করে। রাজ্যপালের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা চাই পুরুলিয়ায় সাধুদের ওপর আক্রমণের ঘটনায় ৩০৭ ধারা রুজু করা হোক। খুনের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। আমাদের চাপে পড়ে মূল অভিযুক্ত আনোয়ার আখতারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে জামিনযোগ্য ধারা আমরা মানছি না।' প্রয়োজনে হাইকোর্টের (High Court) দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন অমিয়বাবু।
পুরুলিয়ায় সাধু নিগ্রহের প্রতিবাদে মিছিল কলকাতায়। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
সাগরে যাওয়ার পথে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তিন সাধুকে পুরুলিয়ায় মারধর করার অভিযোগ ওঠে। পুলিশ ও বিজেপি (BJP) সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ঘটনাস্থলে পৌঁছে যান। প্রাণে বেঁচে যান তিন সাধু। এই ঘটনায় তোলপাড় পড়ে যায়। অভিযোগের মূল আঙুল ওঠে সিভিক ভলেন্টিয়ার আনোয়ার আখতারের বিরুদ্ধে। প্রথম দফায় গ্রেফতার না করলেও গতকাল তাঁকে আটক করে পুলিশ। অমিয় সরকারের দাবি, 'রাজ্য সরকারের প্রশাসনের ত্রুটি ও তুষ্টিকরণের রাজনীতি বাংলার পরিবেশ নষ্ট করছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।'
আরও পড়ুন- Mamata Banerjee: ‘একটা ছোট্ট ঘটনার জন্য…’, তৃণমূলকে চোর টিপ্পনিতে সটান জবাব মমতার
এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
বিজেপি পুরুলিয়ার ঘটনার পিছনে মহারাষ্ট্রের পালঘরের (Palghar) ছায়া দেখছে। সাধুসন্তদের মারধরের ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেছেন, পুরুলিয়ার ঘটনা অত্যন্ত অসম্মানজনক। সাধুদের উপর এই আক্রমণ, উদ্দেশ্যপ্রণোদিত। আক্রমণের তীব্র নিন্দা করছি।' শনিবার তিনি এই ঘটনার জন্য অ্যাকশনের কথা বলছিলেন।
এদিকে, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে। বিশেষ এই আবহে এরাজ্যেও রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলি।