SSC দুর্নীতি: আন্দোলনের ঝাঁঝ বাড়াল BJP, মহামিছিলের ডাক

এসএসসি দুর্নীতিতে দায়ী প্রত্যেকের উপযুক্ত শাস্তির দাবিতে আবারও পথে নেমে আন্দোলনে রাজ্য বিজেপি।

এসএসসি দুর্নীতিতে দায়ী প্রত্যেকের উপযুক্ত শাস্তির দাবিতে আবারও পথে নেমে আন্দোলনে রাজ্য বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp will makes rally to protest ssc scam

এসএসসি দুর্নীতির প্রতিবাদে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি।

এসএসসি দুর্নীতির প্রতিবাদে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াল বঙ্গ বিজেপি। এসএসসি দুর্নীতিতে দায়ী প্রত্যেকের উপযুক্ত শাস্তির দাবিতে আবারও পথে নেমে আন্দোলনে রাজ্য বিজেপি। আগামী ২৮ জুলাই বেলা ১টায় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলের ডাক গেরুয়া ব্রিগেডের।

Advertisment

এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও। দুর্নীতির তদন্তে নেমে পাহাড় প্রামণ সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। অর্পিতার বড়িতে মিলেছে নগদ ২২ কোটিরও বেশি টাকা।

publive-image
বিজেপির ছাপানো পোস্টার।

এছাড়াও একগুচ্ছ ফ্ল্যাট-জমির দলিলও উদ্ধার হয়েছে। এবার কলকাতা শহরে অর্পিতার আরও দুটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। কসবার রাজডাঙা ও পাটুলিতে অর্পিতার নামেই দুটি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে দাবি ইডি সূত্রের। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়েরও আরও সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা।

Advertisment

আরও পড়ুন- পার্থ গ্রেফতারের পরেই প্রায় ১০০ ডাম্পারের চাকা গড়ানো বন্ধ, ‘কেস’টা কী? চর্চা তুঙ্গে

রাজ্য সরকারের মদতেই বাংলায় চাকরি ক্ষেত্রে নিয়োগে সীমাহীন দুর্নীতি হয়েছে বলে দাবি পদ্ম শিবিরের। এরই প্রতিবাদে এবার পথে নামছে বিজেপি। আগামী ২৮ জুলাই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন বিজেপি নেতারা।

আরও পড়ুন- ‘দিদিমণি বিপদে পড়ে একজনকে চিনছেন না’, অর্পিতা ইস্যুতে মমতাকে বিঁধলেন শুভেন্দু

অন্যদিকে, সম্প্রতি একটি তথ্যচিত্রের পোস্টারে দেবী কালীকে ধূমপান করতে দেখানো হয়। তা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মন্তব্যের একটি মন্তব্যকে কেন্দ্র করেও উত্তাল হয় রাজ্য। প্রতিবাদে আগামী ২৮ জুলাই কলকাতায় বিজেপি রাজ্য দফতরের সামনে কালীপুজো করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি নেতৃত্ব। তবে অসময়ের এই কালীপুজো ঘিরেও তৈরি হয় বিতর্ক। বিতর্ক বাড়তেই আপাতত সেই কালীপুজোর কর্মসূচিও বাতিল করে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

bjp partha chatterjee ED WB SSC Scam