মুখ পোড়ালেন মমতার অত্যন্ত কাছের মন্ত্রী, নাগের ডগা দিয়ে পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে আবারও জোড়াফুলের জয় জয়কার। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার এই সদস্যের বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকা পঞ্চায়েতটি হাতছাড়া হওয়ায় তৃণমূলের অন্দরে চর্চা জোরালো।
গ্রাম বাংলা আবারও তৃণমূলের। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের হেলায় হারিয়ে আবারও চালকের আসনে তৃণমূল। জেলায়-জেলায় সবুজ ঝড় অব্যাহত। যদিও এবারের নির্বাচনে বেশ কিছু জায়গায় দাগ কাটতে সক্ষম হয়েছে বিরোধীরাও। তেমনই দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে জোড়াফুলকে টেক্কা পদ্ম শিবিরের।
আরও পড়ুন- সিপিএমের হয়ে জিতেই এই মহিলা যা কাণ্ড বাঁধালেন, দেখে বায়রনও লজ্জা পাবেন!
তৃণমূলকে হারিয়ে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। সাগর বিধানসভার মধ্যেই পড়ে এই পঞ্চায়েত। এখানকার বিধায়ক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। স্বাভাবিকভাবেই এই পঞ্চায়েতে শাসকদলের হার নিয়ে চর্চা বাড়ছে।
আরও পড়ুন- লজ্জায় মাথা হেঁট আরাবুলের! ভাঙড়ে ভোটের ফল শুনেই যা বললেন…
এদিকে, এখনও পর্যন্ত ফল প্রকাশের যা আভাস তাতে রাজ্যের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতে প্রচুর আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে। তবে প্রথম তালিকায় থাকা তৃণমূলের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে রয়েছে সিপিআইএম।
আরও পড়ুন- কেষ্টকে কেস খাইয়েছিলেন! তাও শিবঠাকুরের স্ত্রীকেই প্রার্থী করে তৃণমূল, ফল কী হল?
অন্যদিকে, রাজ্যের আর এক মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বুথেও হেরেছে তৃণমূল। মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের কালিয়াচক ১ নম্বর পঞ্চায়েতের ১৮৪ নম্বর বুথে জয়ী কংগ্রেস। ওই বুথে তৃণমূলের প্রার্থী ছিলেন হাসিদুর রহমান। কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ জয়ী হয়েছেন ১১০ ভোটে।