BJP Worker Shot in Gaighata: রামনবমীর দিনেই গুলিবিদ্ধ বিজেপি কর্মী, কারণ নিয়ে ধন্দে পুলিশ

BJP Worker Shot in Gaighata: রামনবমীর দিন বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি, ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে একজনকে।

BJP Worker Shot in Gaighata: রামনবমীর দিন বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি, ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে একজনকে।

author-image
IE Bangla Web Desk
New Update
 bjp worker shot at gaighata

রামনবমীর দিনেই গুলিবিদ্ধ বিজেপি কর্মী, কারণ নিয়ে ধন্দে পুলিশ

BJP Worker Shot in Gaighata:  রামনবমীর দিন বিজেপি কর্মীকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি, ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে একজনকে।  

Advertisment

ভোরবেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে গুলি বিদ্ধ ওই ব্যক্তির নাম আশুতোষ বিশ্বাস। তার বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায়। তিনি একালায় পুরনো বিজেপি কর্মী বলে পরিচিত। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। বড়া বকুলতলা এলাকায় কেউ বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।  

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তারাই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা সংকট জনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়। পরিবারের দাবি তার বুকে গুলি লেগেছে। কে বা কারা কী কারণে তাকে লক্ষ্য করে গুলি চালালো, সে বিষয়ে কিছুই  জানেন না পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। ইতিমধ্যে গোটা ঘটনায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। 

Advertisment

চাকরিহারাদের হুঙ্কারে কেঁপে উঠল বাংলা, 'আল্টিমেটাম' দিয়ে নবান্ন অভিযানের ডাক

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারা কী উদ্দেশ্যে তাদের দীর্ঘদিনের পুরনো কর্মীকে গুলি করল তা পুলিশ তদন্ত করে দেখুক। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা নিন্দা জানিয়ে পুলিশকে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাইঘাটা গুলিকাণ্ড নিয়ে বনগাঁর এসডিপিও অর্ক পাঁজা বলেন, 'পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতা জেরেই গুলি করা হয়েছে তাকজে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তপন বালা নামে এক ব্যক্তিকে  গ্রেফতার করা হয়েছে । তপন ছাড়া অন্য কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে । আশুতোষ বিশ্বাস ও তপন বালা দুজনেই বিজেপি কর্মী বলে জানিয়েছেন এসডিপিও বনগাঁ অর্ক পাঁজা।

bjp Shot at Leader