মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাদা শাড়ি খুলে কালো শাড়ি পরার নিদান দিলেন বিজেপির যুব মোর্চার বীরভূম জেলা সভাপতি অনুপ মাল। আজ, রবিবার বীরভূমের রামপুরহাটে সন্দেশখালির ঘটনার বিরূদ্ধে পথ অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখার সময় এই নিদান দিলেন বিজেপির যুবমোর্চার বীরভূম জেলা সভাপতি।
Advertisment
অনুপ মাল বলেন, "আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে আপনি ব্যর্থ। আপনি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ। সততার প্রতীক হিসেবে আপনি যে নীল চটি ও সাদা শাড়ি পরে ঘুরে বেড়ান, এবং আপনি সততার প্রতীক হিসেবে নিজেকে দাবি করেন, আপনাকে আমি বীরভূম জেলার যুব মোর্চার সভাপতি হিসাবে আপনাকে আমি নিদান দিচ্ছি, এই সাদা শাড়ি আপনি খুলে ফেলুন, আপনি কাল থেকে কালো শাড়ি পরা শুরু করুন মুখ্যমন্ত্রী। আজকে পশ্চিমবঙ্গে যে ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটেছ তাতে আপনার সাদা শাড়ি পড়ে থাকার কোন দরকার নেই, আপনি চোখে কালো পট্টি বেঁধে, কালো শাড়ি পড়ে কাল থেকে রাস্তায় ঘুরবেন।"
সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির যুবমোর্চার কর্মী ও সমর্থকেরা। বীরভূমের রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রাস্তার উপর বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সেই অবস্থান বিক্ষোভে বক্তব্য দেওয়ার সময় মূখ্যমন্ত্রীকে এই নিদান দিলেন বিজেপির যুব মোর্চার বীরভূম জেলা সভাপতি অনুপ মাল। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালিতে শেখ শাহজাহানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকার মহিলাদের উপর অত্যাচার করেছে। তাই অবিলম্বে শাহজাহান-সহ দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এদিন বিজেপি বীরভূম জেলা যুব মোর্চার সভাপতি অনুপ মালের নেতৃত্বে রামপুরহাট শহরে মিছিল করে বিক্ষোভ দেখায়। পরে রামপুরহাটের পাঁচ মাথা মোড়ে রাস্তার উপর বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকেরা।