RG Kar-BJP Dharna: সায় রয়েছে BJP-র শীর্ষ নেতৃত্বের, আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যজুড়ে বেড়া চলা ক্ষোভের আগুন কিছুতেই নিভতে দিতে চায় না গেরুয়া শিবির। ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে আজ থেকেই শুরু বিজেপির সাত দিনের ধরনা কর্মসূচি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা পালা করে হাজির থাকবেন ধরনা মঞ্চে।
ডোরিনা ক্রসিংয়ে ধরনা মঞ্চ বাঁধা নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো সংঘাতে জড়ায় গেরুয়া শিবির। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই এই ধরনা কর্মসূচি বিজেপির। তবে পুলিশ তাঁদের মঞ্চ তৈরিত 'বাধা' দিয়েছে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বহু টালবাহানার পর শেষমেশ অবশেষে জোরিনা ক্রসিংয়ে মঞ্চ বাধার কাজ শুরু করে বিজেপি।
রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু করে সাত দিন চলবে এই ধরনা কর্মসূচি। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে এই ধরনা পদ্ম শিবিরের। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করছেন বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন- আবারও দানা বাঁধছে নিম্নচাপ, বর্ষার ভয়াল মূর্তি দেখবে দক্ষিণবঙ্গ! আবহাওয়ায় তুফান বদল কবে?
প্রতিদিন সকাল ১ টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত চলবে এই ধরণা কর্মসূচি। ইতিমধ্যেই আরজি কর কাণ্ড নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিজেপি। কলকাতায় কেন্দ্রীয়ভাবে যেমন বিক্ষোভ চলছে সেটা চলবে, আরজি কর কাণ্ড নিয়ে বিক্ষোভ-আন্দোলন এবার ব্লকস্তরেও আরও বাড়বে বলে জানিয়েছে বিজেপি রাজ্য নেতৃত্ব।
আরও পড়ুন- যুগান্তকারী উদ্যোগ কেন্দ্রের! বাংলার ১২ শহরে নতুন FM চ্যানেল, তালিকায় আপনার জেলাও?