FIR against TMC councilor Ananya Banerjee: 'খালিস্তানি' বিতর্কে উত্তাল রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিতর্কের রেশ গড়িয়েছে জাতীয়স্তরেও। যেন কিছুটা অস্বস্তিতে বিজেপি। এবার তাই পাল্টা আক্রমণের পথে পদ্ম বাহিনী। গেরুয়া দলের হাতিয়ার কলকাতা পুরনিগমের তৃণমূল কাউন্সিলর তথা অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় 'যৌনগন্ধী' গল্প। বিজেপির সংখ্যালঘু মোর্চার তরফ থেকে ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বুধবারই নিউ মার্কেট থানায় এফআইআর দায়ের করা হবে। তাঁকে গ্রেফতারির দাবি তোলা হচ্ছে। এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একথা বলেছেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী বলেন, 'সংগঠনের তরফে নিউ মার্কেট থানায় অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা হবে। ওনার পদত্যাগ দাবি করছি। দল থেকে বহিষ্কারেরও দাবি তুলছি। এই দাবি নিয়ে আজই হাজরা মোড়া থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করার কথাও বিবেচনা করা হচ্ছে।'
গত সোমবার, পুরসভার বাজেট বিতর্কে অংশ নিয়ে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে হইচই পড়ে যায়। তৈরি হয় বিতর্ক। পশ্চিমী সংস্কৃতিতে ‘ফাদার’ এবং ‘নান’দের সম্পর্ক নিয়ে নানা গল্পের কথা উল্লেখ করেছিলেন অনন্যা। এর পরে একটি গল্পও শোনান তিনি। সেই ‘যৌনগন্ধী’ গল্পে বাইবেলের ১১২ নম্বর অধ্যায়ে ‘গভীরে যাও, আরও গভীরে যাও’ বাণী রয়েছে বলে দাবি করেন তৃণমূল কাউন্সিলর।
আরও পড়ুন- Dev At Ed Office: মলয়-শাহজাহান হতে চান না দেব, শেষপর্যন্ত কী করলেন অভিনেতা-সাংসদ?
সেই সময়েই প্রতিবাদ করেছিলেন বিজেপি কাউন্সিলররা। এমনকী ৬৩ নম্বর ওয়ার্ডের খ্রিস্টান ধর্মাবলম্বী তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যের সঙ্গেও অনন্যার বাদানুবাদ হয়। ফাদার-নানের সম্পর্কে 'সেক্স' শব্দ উচ্চারণ করে অনন্যা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন বলে দাবি করেন সুস্মিতা ভট্টাচার্য। সেই বিতর্কই এবার হাতিয়ার বিজেপির। এ বার অনন্যার বলা গল্প নিয়েই পুলিশে তাঁর কাছে গ্রেফতারির আবেদন জানাতে এফআইআর দায়েরের পথে বিজেপি। দল ও পুরনিগমের সদস্যা পদ থেকে অনন্যাকে বহিষ্কারের দাবি তুলে এদিন হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিমুখে একটি মিছিলও বিজেপির সংখ্যালঘু মোর্চা করবে বলে জানানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে বিজেপি বিধায়করা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিককে 'খলিস্তানি' বলে মন্তব্য করেছেন বলে অভিযোগে উঠেছে। খোদ মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অভিযুক্ত করেছেন। পাল্টা শুভেন্দু, পুরটাই ওই অফিসারের 'নাটক' বলে দাবি করেছেন। পুলিশের তরপে জানা হয়েছে, এ জন্য আইনানুগ পদক্ষেপ করা হবে। গতকাল থেকেই বিজেপির এ রাজ্যের সদর দফতর মরলীধর সেন লেনের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন শিখ সংগঠনগুলো। আজও চলছে প্রতিবাদ। এ পরিস্থিতে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের 'যৌনগন্ধী' গল্পকেই পাল্টা হাতিয়ার করে পথে নামছে বিজেপি।
কী বলেছেন অনন্যা বন্দ্য়োপাধ্যায়?
বিতর্কের মাঝেই তৃণমূল কাউন্সিলরের বক্তব্য, 'কোনও ব্যক্তি বা কোনও সম্প্রদায়কে আঘাত করার আমার কোনও উদ্দেশ্যই নেই। এটা নিছক একটা গল্প। আর যে শব্দ আমি ব্যবহার করেছি সেটাও ব্রাত্য নয়। সামাজিক সম্পর্ক বোঝাতে এই শব্দের ব্যবহার হয়।'
তবে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, দল বা তিনি দলীয় কাউন্সিলরের বক্তব্যের সঙ্গে সহমত নন। সোশাল মিডিয়ায় ফিরহাদ হাকিম লিখেছেন, 'দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করে হচ্ছে এবং ওনার কাছে তৃণমূল কংগ্রেস পৌর দলের পক্ষ থেকে এই বক্তব্যের জবাবদিহি চাওয়া হয়েছে।'