/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/BJPs-2nd-possible-candidates-list-for-Bengal-2024.jpg)
BJP: বাংলায় বাকি আসনে বিজেপির প্রার্থী কারা, দেখে নিন
Lok Sabha Poll 2024 West Bengal: কারা হচ্ছেন বিজেপির প্রার্থী? তা নিয়ে জল্পনা তুঙ্গে। দিল্লিতে আলোচনা জারি, সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে বেশ কয়েকটি নাম।
গত ২রা মার্চ পশ্চিমবঙ্গের ২০ আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিল গেরুয়া বাহিনী। কিন্তু, সেই ঘোষণার পরদিনই আসানশোল কেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিং ভোট ময়দান থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেন। পরে অবশ্য কেন্দ্রের নাম না জানালেও সোশাল মিডিয়া পোস্টে দাবি করেছিলেন যে, তিনি ২০২৪ সালের লোকসভা ভোটে লড়াই করবেন। পবন কি তাহলে আসানসোল থেকে পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? স্পষ্ট করেনি বিজেপি।
খাতায়-কলমে আগের ২০টির তালিকা বাদ দিলে এ রাজ্যে অবশিষ্ট ২২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করবে পদ্ম শিবির।
একনজরে বাংলায় বিজেপির সম্ভাব্য ২য় প্রার্থী তালিকা-
- দার্জিলিং- রাজু বিস্তা
- ব্যারাকপুর- অর্জুন সিং
- দমদম- শীলভদ্র দত্ত
- বর্ধমান-দুর্গাপুর- দিলীপ ঘোষ
- উত্তর কলকাতা- তাপস রায়
- মেদিনীপুর- ভারতী ঘোষ
- উলুবেড়িয়া- মাসুম আখতার
- আসানসোল- এস এস আলুওয়ালিয়া
- বারাসত/ বীরভূম- দেবাশিস ধর
- শ্রীরামপুর- দেবজিৎ সরকার
- রায়গঞ্জ- পাপিয়া অধিকারী
- জঙ্গিপুর- মাফুজা খাতুন
- মথিরাপুর- দিলীপ জাটুয়া
- আরামবাগ- মধুসূদন বাগ
- তমলুক- অভিজিৎ গঙ্গোপাধ্যায়
আপাতত বিবেচনাধীন রয়েছে প্রার্থীদের নাম। চলছে বৈঠক। এখন কবে নামের তালিকা প্রকাশ করা হবে সেদিকেই নজর।