Tathagata Roy On Bypoll Result: বাংলার ৬টি আসনে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। এপ্রসঙ্গে এবার কেন্দ্রীয় নেতৃত্বকে নিশানা করলেন বিজেপি নেতা তথাগত রায়। পাশাপাশি তিনি এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে 'পার্টটাইম সভাপতি' বলেও উল্লেখ করেন। বাংলার মত গুরুত্বপূর্ণ রাজ্যে কেন নেই পূর্ণ সময়ের রাজ্য সভাপতি প্রশ্ন তুললেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, 'মানুষকে কী বলতে হবে কেউ তা জানে না। বিজেপি বাঙালি বিরোধী, মমতার এই নিশানায় পালটা কোন বিরোধীতা নেই বঙ্গ বিজেপির তরফে'।
বিজেপির হারের মন্তব্যে 'বিস্ফোরক' তথাগত রায়। হার নিয়ে মন্তব্য করতে গয়ে রাজ্য বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকেও এদিন নিশানা করেন তিনি। উল্লেখ্য গতকালই সামনে এসেছে বাংলায় ৬ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। উপনির্বাচনেও বাজিমাত তৃণমূলের। ৬টি কেন্দ্রের ৬টিতেই বিপুল জয় শাসকদলের প্রার্থীদের। দাগ কাটতেই পারলেন না বিরোধী প্রার্থীরা। উত্তরবঙ্গের মাদারিহাটে ইতিহাস রচনা করল তৃণমূল। এই প্রথম আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা আসনে ফুটল ঘাসফুল। একুশের নির্বাচনে মাদারিহাট কেন্দ্রটি বিজেপির দখলেই ছিল। তবে উপনির্বাচনে সেটাও হাতছাড়া হল গেরুয়া শিবিরের। এই ফলাফল দেখেই বিজেপির সাংগঠিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা তথাগত রায়।
আরও পড়ুন- সাত সকালেই খাস কলকাতায় ভয়াবহ আগুন
ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, 'বাংলায় বিজেপি একটি বিপর্যস্ত দল। তারা রাজ্যের দ্বিতীয় দল হিসেবেই রয়ে গিয়েছে। এটা অকল্পনীয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপি একজন পার্টটাইম সভাপতি দল পরিচালনা করছেন। তিনি আবার কেন্দ্রে প্রতিমন্ত্রী হিসেবেও নিজের দায়িত্ব সামলাচ্ছেন।' পোস্টে তিনি নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নড্ডাকে ট্যাগও করেন। সুচিন্তিত পরিকল্পনা না থাকলে বাংলায় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা কম বলেই মনমে করেন তিনি। বিজেপি ক্ষমতায় আসতে পারবে তখনই, যখন তারা একটি সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে রাজ্যবাসীকে একটা ভবিষ্যতের চেহারা দেখাতে পারবে। সেই সঙ্গে সংগঠনের দিশেহারা অবস্থাও কাটিয়ে উঠতে হবে।
নিজের পোস্টে বর্ষীয়ান এই বিজেপি নেতা আরও লেখেন, 'অভিষেকের বিরুদ্ধে স্পষ্টভাবে প্রমাণিত মামলার মুখে নিষ্ক্রিয়তা জনগণকে নিশ্চিত করেছে যে মমতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বোঝাপড়া রয়েছে। মমতা এমন এক ধারণা তৈরি করেছেন যে বিজেপি একটি হিন্দিভাষী, বাঙালি বিরোধী দল। পাল্টা ধারণা তৈরি করতে না পারলে হলে মমতা চিরকাল বাংলা শাসন করবেন'। এগুলো সবই কেন্দ্রীয় নেতৃত্বের বিবেচনাধীন বিষয়। আগামী বিধানসভা নির্বাচনের আর মাত্র ১৭ মাস বাকি।'